প্রথম পর্বেই আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম ছোট একটি শহর যেখানে গড়ে উঠেছে সামাজিক পরিবেশে ছোট হলেও জনপ্রিয় একটি পার্ক এর সাথে। আজ আপনাদের আরেকটি জায়গায় সাথে পরিচয় করিয়ে দেব। আমার আজকের বিষয়টি টেকনাফ।
টেকনাফ ! বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত । আমরা সকলে পরিচিত এক প্রবাদ এর সাথে। টেকনাফ থেকে তেতুলিয়া। এই টেকনাফ দেশের শেষ প্রান্তে হলেও এখানে দেখার মত অনেক দর্শণীয় স্থান রয়েছে। যেমন এখানে রয়েছে ছোট বড় পাহাড়, সী-বীচ, নাফ নদী, মাথিনের কুপ, বার্মিজ মার্কেট, কিছু স্কুল , বিদ্যালয়, কলেজ , রোড এন্ড হাই এর মত মুগ্ধকর কিছ ুজায়গা। যেটা সত্যিই আপনাদের আনন্দ দেবে। তাছাড়া পাশেই রয়ে প্রতিবেশী রাষ্ট্র বার্মা বা মায়ানমার । যে যে ন ামে পরিচিত। আমার মতে টেকনাফ ঘুরে বেড়ানো বা ছুটি কাটানোর জন্য একটি খুবই ভালো জায়গা। ওহ! আপনাদের তো বলতে ই ভুলে গেছি যে, বাংলাদেশের একমাত্র দ্্বীপ সেন্টমার্টিন এর পাশেই বর্তমান। আর সেন্টমার্টিন যেতে হলে আপনাকে অবশ্যই টেকনাফ পাড়ি দিতে হবে। সেন্ট মার্টিন যদি কেউ যান তবে টেকনাফের সৌনন্র্দ কেউ মিস করবেন না। আর যদি মিস করেন তাহলে অনেক কিছুই হারাবেন।
আগামী পর্বে অন্য কোন নতুন জায়গা নিয়ে হাজির হব নতুনভাবে। ততক্ষণে ঘুরে আসুন টেকনাফ থেকে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





