এখন প্রকৃতি ও নারী প্রেমে
হাবুডবু খাওয়ার সম্য় আর নেই
নারীর কোমল বাহু ও আকাশের ঊদারতা
এসব ঊপমা কবিতায় স্থান দেওয়ার কাল
চলে গেছে বহু আগে।
ধরণীর আকাশে বাতাসে এখন
বারুদের গন্ধ ও দুর্বলের আত্নচিৎকার
মার্কীনি, জায়োনিষ্ট, সাম্রাজ্যবাদি
ও সার্বিয়দের গুলিতে কবেই ঝাযরা
হয়ে গেল নারী ও প্রকৃতি পূজা।
আর এখনো তারা কবির খোলস পরে
অসহায় কলমটিকে বাধ্য করছে
ভন্ডামি ও প্রতারণার বুলি ঊড়াতে!
যুগের এসকল কবিদের লেখনি পড়ে
আমার মতো নবীনেরা হতাশ না হলেও
আজ বড়ই ক্ষুদ্ধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




