। ওদের নাম হলো রুপা, সোমা, লুবনা, আর সুমি । অনেকের ধারনা মানুষের চিন্তা চেতনা যদি এক না হয় তবে সেখানে সমর্্পক থাকে না। কিন্তু আমরা সবাই ছিলাম একে অপরের উন্টো। রুপা ছিল মহা টাঙ্কিবাজ ওর নিত্য কাওকে না কাওকে ভাল লাগত আর আকাশ কুসুম চিন্তায় বিভোর হতো। সোমা ছিল আর্টিস্ট তাও আবার যেন তেন আর্টিস্ট না মেক আপ আর্টিস্ট। ওকে দেখলেই মনে হতো এখুনি মুভির শুটিং শুরু হবে।লুবনা ছিল সাংঘাতিক ইনোসেন্ট একটা মেয়ে, আমাদের দুষ্টামির অধিকাংশ ব্যাপারই ওকে বুঝিয়ে দিতে হতো। সুমি ছিল ক্লাশের ভাল ছাএীদের একজন, ওর জন্য ছুটির দিন ও যা ক্লাশের দিনও তা।সারাক্ষনই বইয়ে মুখ গুজে আছে। আর সবশেষে এই আমি ।ভাবুক প্রকৃতির সারাক্ষন কিছু না কিছু ভাবতাম(যদিও এখন সেটা অনেক কমে গেছে)(ক্লোজআপহাসি)....
আমাদের সময় গুলো কেটে গেল খুব দ্রুত। ক্লাশ শেষ হবার পর প্রায়ই আমরা রিকশায় করে আনন্দ সফরে বের হতাম। একেক জনের জন্মদিনে কাকে কিভাবে বাশ দিব তা নিয়ে নানান প্লল্যান হতো। মাঝে মাঝে আমি রুপা চলে যেতাম নিউমাকেটের বইয়ের দোকান গুলোতে। বেশ মজাতেই ছিলাম তারপর বছর ঘুরতেই চার রত্নকে ছেড়ে চলে এলাম দেশের বাইরে। আজ অনেকদিন হলো তবু মনে হয় যেন এসব গতকালের ঘটনা...
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১১ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



