সুদানের তথ্যমন্ত্রী বিলাল ওসমান বলছেন, তেল আবিবের স্বার্থসংশ্লি¬ষ্ট স্থানগুলো এখন থেকে সুদানের হামলার লক্ষ্যবস্তু হবে এবং এ ধরনের হামলা চালানোর ন্যায়সঙ্গত অধিকার খার্তুমের রয়েছে। খার্তুমের একটি অস্ত্র কারখানায় ইসরাইল ন্যক্কারজনক হামলা করার পর এ কথা বললেন তিনি।
তিনি আরো বলেন, অস্ত্র কারখানায় বিমান হামলার পর বিশেষজ্ঞরা যেসব তথ্য যোগাড় করেছেন তাতে নিশ্চিত হওয়া গেছে আল-ইয়ারমুক অস্ত্র কারখানায় বিমান হামলায় যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে তা ইসরাইলে তৈরি। সুদানের তথ্যমন্ত্রী বিলাল ওসমান আরো বলেন, এ হামলায় অত্যাধুনিক যুদ্ধ বিমান ও অস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্র বা জঙ্গীবিমান ইসরাইল ছাড়া মধ্যপ্রাচ্যের আর কোথাও পাওয়া যায় না বলেও জানান। তিনি বলেছেন, ইসরাইলের চারটি জঙ্গিবিমান দিনের শেষে সুদানের অস্ত্র কারখানায় হামলা করেছে। সুদান সরকার সে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে অস্ত্র কারখানায় হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র : ইন্টারনেট(কপি-পেস্ট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




