সংলাপ!
সেতো মরিচীকা!
সেতো সুদূর পরাহত।
কখন, কবে কোথায়, কার সাথে, কিভাবে, কে উদ্যোগ নেবে???
সব মহল থেকে সংলাপের তাগিদ দেয়া হচ্ছে, কিন্তু বিড়ালের গলে ঘন্টা বাঁধবে কে??
বিএনপি’র দাবী/যুক্তিঃ খালেদা জিয়া কাযত গৃহবন্দী, বহু নেতা গেফতার, অনেকে পলাতক, অফিস তালাবদ্ধ। এগুলোর সুরাহা না হওয়া পযন্ত তারা কিভাবে সংলাপে যাবে? কাদের নিয়ে যাবে? সরকার কি খালেদা জিয়াকে স্বাধীনভাবে চলতে দিবে? নেতাদের মুক্তি দিবে? অফিস খুলে দিবে? স্বাভাবিক রাজনীতি করতে দিবে?
আওয়ামী লীগের যুক্তি/দাবীঃ বিএনপি’র দীঘদিনের জোট সঙ্গী জামায়াত ইসলামকে (যা বিএনপি’র পক্ষে এই সম্ভব বলে মনে হয়না, তাছাড়া নিবাচন কমিশন কতৃক জামায়াত এখন নিষিদ্ধ দল তাই নিয়ে লীগের কেন এত মাথা ব্যাথা?) পরিত্যাগের আহ্বান, হরতাল অবরোধ বন্ধের আহ্বান। অন্যথায় লীগ তাদের সাথে আলোচনায় বসবেনা।
অন্যদিকে
জামায়াতঃ সেই ২০০৯ সাল থেকে তাদের স্বাভাবিক রাজনৈতিক কাজ করতে দেয়নি সরকার। যুদ্ধাপরাধীদের বিচারের (যেটা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে) জন্য তাদের নেতাদের আটক পরবতী বিচার এবং সেবিচারের রায় কাযকর। নিবাচন কমিশন কতৃক জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা। সব মিলিয়ে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা এখন দিশেহারা। না পারছে চুপ করে থাকতে আবার না পারছে আন্দোলন করতে? তাদের দাবী তাদের শান্তিপূণ আন্দোলনে সরকার নিবিচারে গুলি করে তাদের নেতাকমীদের হত্যা করছে। আবার তাদের দাবী ধ্বংসাত্নক কমকাণ্ড চালাচ্ছে আর তাদের দোষ দিচ্ছে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিজ্ঞ জনেরা বলছেন জামায়াত বিএনপি উভয়ই আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়েছে এবং দিচ্ছে...
জাতীয় পাটিঃ নানান নাটকের জন্মদাতা এরশাদ মূলত বন্দী, আবার তার স্ত্রীকে দিয়ে বিরোধী দলীয় নেতা করা হচ্ছে (যে ছক অনেক আগে থেকেই জানা যাচ্ছিল। এখন শোনা যাচ্ছে এরশাদ যদি শপথ না নেয় তবে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে।
এভাবেই কি চলতে থাকবে? কিন্তু কতদিন? সমাধান কোথায়??????? কি হবে??????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




