এখানেই শহরটা ছিলো,
চোখে রঙিন চশমা, হাতের মুঠোতে পুরে আস্ত শহর
কে যেন টান সিনায় হেঁটে গেছে সুদৃশ্য জলের উপর।
শ্মশানের পাশে গড়ে তুলে নূতন দালান;
সভ্যতার শেষ চিহ্ন রেখে পালিয়েছে যাত্রাদল
কেউ কেউ পালিয়েছে মখমলের বিছানা ফেলে;
কালশিটে দেয়ালে লিখে গেছে দুঃস্বপ্ন ভ্রমণ।
এখন আর এখানে কোনো শহর নেই, সপ্তাহ জুড়ে
লাশকাটা ঘরের পাশে বসে হাড় নিলামের হাট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


