আমি কোনো স্বীকৃতি চাইনি
চাইনি, মিহি কোনো গল্পে ঢুকে যেতে
ঘরের পাশেই দীপাবলির গলি, তবুও
আমার দৃষ্টি ছিলো হুইসেলমুখী!
মনের খোড়লে আরেকটু আড়াল চেয়েছিলাম।
কী এমন পাপ হয়েছে কি জানি, চাইতেই
বুক ফুঁড়ে মিশে গেলো অলৌকিক জংশন!
হে মহামান্য জিউস
আমিই আমাকে খুন করে এসেছি
আমাকে শাস্তি দিন, আমিই
বুকের কুসুমে ঢেলেছি একশিশি বিষ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


