somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচারপতি নিজামুল এর স্কাইপ হ্যাকের পেছনে আভ্যন্তরীণ কোন্দল!!

১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাসদ আর চিনাবাদাম দের বিশ্বাস নাই। স্কাইপ যারা ব্যবহার করেন তারা মাত্রই সহজে বুঝা কথা স্কাইপের আলোচনা বা যেকোন ভয়েস চ্যাট সাধারনত হ্যাক করার কিছু নাই।কিন্তু সেটা রেকর্ড করা যায়।বিচারক নিজামুল হক কার সাথে কথা বলেন সেটা নিশ্চয়ই সবার জানার কথাও নয়।বিচারকদের ব্যাক্তিগত লাইফ আছে,ওনারা কার সাথে কথা বলেন,কোথায় যান সেটা খুব কাছের মানুষজন ছাড়া জানার কথাও নয়।তিনি এক্সপার্ট মতামত/পরামর্শ কার কাছ থেকে নেন সেটা একমাত্র তিনি ও তার ইনার সার্কেলের দুই-এক জন ছাড়া কেউই জানা'র কথা নয়।

আলোচনার স্বর্থে যদি ধরেও নেই যে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কোন হ্যাকার বিচারপতির স্কাইপ আইডি হ্যাক করে তাদের কথা বার্তা রেকর্ড করেছেন,তাহলে সাথে সাথেই কয়েকটা প্রশ্নটা মাথায় আসে;

১. বিচারপতি নিজামুল হক বিশেষভাবে ICT নিয়ে বেলজিয়ামে অবস্থানরত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডক্টর আহমেদ জিয়াউদ্দিনের সাথে নিয়মিত কথা বলেন এই তথ্য হ্যাকারকে কে দিল??
২. নিজামুল হক কখন কখন আলোচনায় বসেন সেই তথ্য কোথায় পাওয়া গেল??
এই প্রশ্ন গুলোর উত্তরের অনুসন্ধানে যাওয়ার আগে ICT'র কার্যক্রম এর সাথে সম্পর্কৃত কিছু চরিত্রের ব্যাপারে আমাদের জানা দরকার।ইকনোমিষ্টের বরাতে পাওয়া আমার দেশে প্রকাশিত খবর যা পাওয়া যায় তাতে নিন্মের ব্যক্তিগুলো উপস্থিতি রয়েছে;
১. বিচারপতি নিজামুল হক
২. ডক্টর আহমেদ জিয়াউদ্দিন(বেলজিয়াম)
৩. রায়হান রশীদ(অক্সফোর্ড,ইউকে)
৪. জিয়াদ আল মালুম(সরকার পক্ষের আইনজীবি)
৫. আইন মন্ত্রী ও প্রতিমন্ত্রি(বিচারক নিয়োগ বানিজ্যে তাদের নাম এসেছে)

প্রকাশিত তথ্যে আমরা দেখতে পাই আওয়ামীলিগের আভ্যন্তরীন কোন্দলের বহি:প্রকাশ।বিচারক সোনা জাহাঙ্গীর কে নিয়োগ নিয়ে আইনমন্ত্রী'র সাথে প্রতিমন্ত্রী'র আভ্যন্তরীন দুরুত্ব স্পষ্ট দেখা যায়।

সুত্রে প্রকাশ, বিচারক নিয়োগের ক্ষেত্রে বাম-জেএসডি-আওয়ামীলীগ আইডিওলজি'র লোকের একটা স্বমন্বয় করার চেষ্টা করা হয়েছে।সেটা নিয়েই দন্ধের সুত্রপাত। আওয়ামীলিগের ভেতরে অনুপ্রবেশকারী উগ্র বাম অংশটা সবসময়ই চাইছিল তাদের নিজেদের লোকদেরকে দিয়ে যুদ্ধাপরাধের বিচারটা শেষ করানো,যাতে করে তারা নিজেদের অবস্থান আরো শক্ত করতে পারে আওয়ামীলিগে।

এসব নিয়ে প্রতিমন্ত্রী কামরুলের সাথে বিচারক নিজামুল হক'র একটা দুরুত্বও তৈরি হয়,যার ফলে বিচারক তাকে নাকি রাজাকার পরিবারের সদস্য বলেও গালি দেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হল এই ইন্টারনাল দন্ধ থেকেও কেউ হ্যাকারদের জানাতে পারে যে বিচারক কার কার সাথে কথা বলেন।

আরেকটা কথাতো সর্বজনদৃত প্রতিমন্ত্রী কামরুলের সাথে জামায়াতের একটা ব্যবসায়িক চ্যানেলের মাধ্যমে কিছু লেনদেন হয়েছে যার কারনে সে আগের মত ইদানিং বকা-বকি কম করে এমনকি সাম্প্রতিক ইস্যুতেও সে চুপচাপ।

প্রতিমন্ত্রী কামরুল ইসলাম চাচ্ছিলেন বিচারটা হউক তবে নিজামুল হক সহ আইনমন্ত্রী'র একটা ডিসক্রেডিট করে আওয়ামীলিগে তার অবস্থান তৈরির জন্য একটা রাস্তা তৈরি করা।সে লক্ষ্যে তিনি তার নেটওয়ার্ককে কিছু এক্সক্লুসিভ টাস্কও দেন।তার অনুগত কিছু তরুণ আইটি,আইন ও ৭১ এর ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ ব্লগার তার সংগে একাত্বতা পোষণ করে কাজ শুরু করেন বিনিময়ে তাদেরকে মোটা অংকের টাকা দেয়া হয় এবং টাস্ক কম্পলিট হলে আরো দেয়া হবে বলে অঙ্গীকার করা হয়।

এখানে ব্লগাররা দুটো অংশে কাজ করেছে,একটা অংশ বাংলাদেশে আরেকটা অংশ ইউকেতে।বাংলাদেশে নেতৃত্বে আছেন আমার ব্লগের অন্যতম ব্লগার অমি রহমান পিয়াল, যে কিনা স্বঘোষিত ৭১ এর ইতিহাস এক্সপার্ট আর আন্তর্জাতিক অংগনে কাজ করার জন্য ইউকেতে কাজ করছেন নিজুম মজুমদার নামে এক ব্যারিষ্টার।
নিঝুম মজুমদারের বিরুদ্ধে ইউকেতে জামায়াতের প্রতিনিধি ব্যারিষ্টার আবু বকর মোল্লার অফিসে ঢুকে তার USB data cable চুরি করারও অভিযোগ রয়েছে। তার শশুর বঙ্গবন্ধুর খুনি, তার নিজের পরিবারের রাজাকারদের বাঁচাতে সে ইউকেতে আওয়ামিলীগ সেজে যুদ্ধাপরাধের বিচারের জন্য লোক দেখানো কাজ করছে বলে অনেক পুরাতন অভিযোগ রয়েছে।

অমি পিয়ালের সাম্প্রতিক ব্লগ,ফেইসবুক ও অনলাইনে বিচারকার্য দেরী হচ্ছে,সরকারের ঢিলেমি ও গাফলতি হচ্ছে ইত্যাদি বলে ক্যাম্পেইন করে ICT ও আইনমন্ত্রীর ডিসক্রেডিট করা দেখে অনেকেই মন্তব্য করেছেন কোথাও কোন ঘাপলা হচ্ছে।অমি পিয়াল তার জনপ্রিয়তা দিয়ে ব্লগার, অনলাইন এক্টিভিষ্টদের দিয়ে বিচারকার্য দ্রুত করার যে ক্যাম্পেইন চালাতে সক্ষম হয়েছেন,তাতে করে যদি একটা ইম্যাসিউর রায় হয় তাহলে আন্তর্জাতিক মহলে অবশ্যই ICT এর কার্যক্রম সমালোচিত হবে,আর এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য।

সর্বশেষ চমকপ্রদ যে তথ্যাটা আমরা জানতে পারি,সেটাই এখন শেয়ার করছি। অক্সফোর্ডে অবস্থান রত রায়হান রশীদ,লন্ডনের নিঝুম মজুমদার ও আরো অনেকেই'ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম' (ICSF)এর সদস্য।তাদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও স্কাইপ চ্যাট হয়ে থাকে।সেই চ্যাটের সুবাধে নিঝুম রায়হান রশীদের মাধ্যমে জানতে পারেন বিচারক নিজামুল হক নিয়মিত তার ও ডক্টর আহমেদ জিয়াউদ্দিনের সাথে আইন ও অন্যান্য এক্সক্লুসিভ বিষয়ে পরামর্শ করেন।

এখান থেকেই লন্ডনে অবস্থানরত আইটি বিশেষজ্ঞ কয়েকজনকে দায়িত্ব দেয়া হল নিজামুল হক বা আহমেদ জিয়াউদ্দিনের ইমেইল ও স্কাইপ আইডি হ্যাক করার জন্য। তারপর বাকীটুকু হিষ্ট্রি...
১২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে...

লিখেছেন খায়রুল আহসান, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে,
পড়তো তারা প্লে গ্রুপে এক প্রিপারেটরি স্কুলে।
রোজ সকালে মা তাদের বিছানা থেকে তুলে,
টেনে টুনে রেডি করাতেন মহা হুলস্থূলে।

মেয়ের মুখে থাকতো হাসি, ছেলের চোখে... ...বাকিটুকু পড়ুন

অহমিকা পাগলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৪


এক আবেগ অনুভূতি আর
উপলব্ধির গন্ধ নিলো না
কি পাষাণ ধর্মলয় মানুষ;
আশপাশ কবর দেখে না
কি মাটির প্রণয় ভাবে না-
এই হলো বাস্তবতা আর
আবেগ, তাই না শুধু বাতাস
গায়ে লাগে না, মন জুড়ায় না;
বলো... ...বাকিটুকু পড়ুন

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩




তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

×