যেদিন প্রথম পৃথিবীতে এসেছিলে
কি চেয়েছিলে সেদিন পৃথিবীর কাছে?
স্নেহ, প্রেম, ভালবাসা,
সুখ, শান্তি না হাসি?
নাকি চেয়েছিলে
দুঃখ, কান্না, ঐশ্বর্য, সম্পত্তি?
হয়তো কিছুই চাওনি এসবের
চেয়েছিলে শুধু মায়ের বুকে
একটু আশ্রয়।
যখন সময় হলো, কি পেয়েছ
পৃথিবীর কাছে?
আবর্জনাময় পৃথিবীতে পেয়েছকি
একটু সুখ, একটু শান্তি?
পেয়েছকি ভালবাসা, প্রেম?
হয়তো কিছুই পাওনি
চাওয়া, পাওয়ার হিসেব মেলেনি।
মৃত্যুর দুয়ারে দাড়িয়ে কি ভাবছ?
না পাওয়ার ব্যথা, নাকি পাওয়ার সুখ?
সারাজীবনের কর্ম চোখের সামনে তুলে ধরলে
দেখতে পাবে..........।
এখনও চাও
মায়ের আদর, একটুখানি আশ্রয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




