
সরকারের বিরোধিতা ও দেশের বিরোধিতা করা এক নয়।
‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব নিজে দস্তখত দিয়ে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য। সাহায্য মানুষের জন্য, জনগণের জন্য আসে, সাহায্য সরকারের জন্য আসে না। গতকাল তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা ড. হাছান মাহমুদ দেশবাসীকে জানিয়েছেন বিষয়টি। তিনি আরো বলেছেন -
যে রাজনৈতিক দল নিজে স্বাক্ষর করে বাংলাদেশে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লেখে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকে না।’
এখন প্রশ্ন হলো - মির্জা ফখরুল সাহেব যদি দেশকে সাহায্য করতে নিষেধ করে থাকেন তাহা হলে ইটা দেশদ্রোহী কাজ হয়ে যায় ,আর যদি দেশের সরকারের কাছে সাহায্য পাঠাতে নিষেধ করে ,দাতাদের সহায়তায় সাহায্য পরিচালনার অংশ নিতে বলেন,কারণ তিনি মনে করেন সরকার সহায়তা ঠিক ভাবে বন্টন করবেন না তাহা হলেতো সরকার বিরোধী কাজ হয়ে যায়।
সরকার বিরোধী কাজ হলে কিছু বলার নাই।সেটা সরকার বুঝবে। তবে দেশ বিরোধী কাজ হলে,দেশের একজন হিসাবে - দেশদ্রোহী তার বিচার হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




