আজও সযত্নে রেখে দিয়েছি তোমার দেয়া সেই লাল গোলাপ
শুধু তোমার জন্যে আমার এই বৃষ্টি ভেজা সকাল।
তোমার জন্য রেখে দিয়েছি গ্রীষ্মের ক্নান্ত দুপুর
তোমার জন্য আজও কাটে আমার উদাস বিকেল খুব।
তোমার জন্য আজও আমার পড়ন্ত বেলা হয় গোধূলি আভায় লাল,
তোমার জন্য আজও আমার এই নির্ঘুম রাত কেটে যায়।
তোমার জন্য লিখতে গিয়ে আমি কবিতার ছন্দ হারাই
তোমার কথা ভাবতে গিয়েই সব ভুলে যাই।
জানো কি তুমি..
তোমার জন্য আজও আমি একলা হেটে যাই
*০৩-০৫-২০১১*
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




