আমি যুদ্ধ চাই
আকাশকে রক্তাক্ত লাল চাই,
দেখতে চাই সূর্যের চোঁখের জল।
আজ ঝোড়ে যাক বুনো গাছের যত পাতা,
বাতাসে ভেসে উঠুক হাহাকারের প্রতিধ্বনি!
ভেসে আসুক বারুদ আর রক্তের গন্ধ,
তবু আমি যুদ্ধ চাই!
আজ বিপ্লব আর প্রতিবাদেরা দুমরে মুচড়ে পরুক,
আজ প্রত্যাখ্যাত হোক সব ভালোবাসা
বিবর্ণ ফুলেরা সব চাপা পরুক পদ তলে;
তবু আমি আজ ধ্বংস চাই।
আবার ফিরে আসুক শকুনেরা,
ফিরে আসুক সব হায়নার দল
ছিঁড়ে খাক তোর বুকের পাজোর;
ফেটে পরুক সব অট্ট হাসিতে
তবু..
আজ সব ভীরু, কাপুরুষের মৃত্যু হোক।
তোরা সব দৌড়ে পালা,
আজ যুদ্ধ হবে।
বেচা হবে তাজা রক্ত, সাদা দেহ
মারা হবে সব সভ্য মানুষদের;
আজ হবে; যুদ্ধ...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




