বীচের সামনে নৌকা ।
ঐদিন অনেক রোদ ছিল বলে বীচটা আরও সুন্দর লাগছিল
রোদের মধ্যেই জামা কাপড় খুলে পানিতে নেমে গেলাম
রোদের কারণে পানি আরও বেশী স্বচ্ছ দেখাচ্ছিল
এই ডাইভিং গগলস্ টা চোখে লাগিয়ে পানির নীচের জগৎ দেখতে লাগলাম
পানির নীচে কখনও কখনও জেলী ফিস গুলো গগলস্ এর গ্লাসে এসে বাড়ি খেতে লাগলো
পানির নীচে কোথাও কোথাও জীবন্ত কোরাল, বালি, ঘাস, বালির মধ্যে ছোট ছোট গর্ত এসব দেখা যাচ্ছিল
পানির নীচে থেকে উপরের তল টা দেখতে অসাধারণ লাগলো
এরপরে সুনেত ওর কাজ শেষ করে এল। আমরা একটা হালাল ফুডশপ থেকে লান্চ প্যাক নিয়ে সাগড় পাড়ে বসে লান্চ করলাম। তারপর গলের উদ্দেশ্যে রওয়ানা হলাম।
কিন্তু এতক্ষণ রোদে থাকার কারণে সারা শরীরে তীব্র জালা হতে লাগলো। কাধে ব্যাগ ঝুলিয়ে নিলে কাধে জালাপোড়া করছিল। পরে ব্যাগ হাতেই নিলাম।
গলে যেতে রাস্তা টা সাগরের পাড় দিয়ে । একপাশে রোদ্রের মধ্যে হালকা নীল পানি আর হলুদ বালু আর গার সবুজ গাছপালা। কোথাও কোথাও সাগর একেবারে রাস্তা ঘেষে আবার কোথাও কোথাও গাছের আড়ালে । না দেখে এই সৌন্দর্য কখনই বোঝা যাবেনা।
চলতে চলতে দেখলাম ওরা তিনজনই ঘুম। আস্তে আস্তে আমারও চোখ লেগে যাচ্ছিল
অবশেষে ১ঘন্টার ও একটু বেশী সময় পরে গলে পৌছলাম। এই সেই ঐতিহাসিক গল ফোর্ট
ফোর্ট দেখে উত্তেজিত হয়ে সব ক্লান্তি ভুলে সবার আগে আগে হাটা শুরু করলাম
প্রায় ৪০০ বছর আগে পর্তুগীজ রা এই ফোর্ট বানিয়েছিল
ফোর্টের সামনেই গল ক্রিকেট স্টেডিয়াম
ফোর্টের প্রবেশ মুখ
ভিতরে ঢুকতে ঢুকতে নিজেকে সেই সময়কার কোন যোদ্ধা মনে হচ্ছিল
ফোর্টের দেয়াল
চারপাশে অনেক যুদ্ধের ঝন ঝন, সৈন্য দের আর্ত চিৎকার কল্পনা করছিলাম
সুরঙগ
উপরে উঠার সিড়ি
ফোর্টের উপর থেকে গল ক্রিকেট স্টেডিয়াম
প্রায় সন্ধা নামি নামি
তখনও অনেক লোক ছিল
ফোর্টের পাশে সাগর
অনেক দূর পর্যনত সাগর দেখতে অসাধারণ লাগছিল
এই ঘরে নাকি বন্দী করে রাখা হত
ফোর্টের পাশে নিচে অনেক বড় বড় পাথর দেখালম
সাগর পারে ফোর্টের দেয়াল
নীচে একটা কবর দেখলাম। নীচে গিয়ে দেখার কোন সিড়িটা লক করা ছিল। পরে বাসায় এসে জেনেছি ঐটা নাকি বদরের যুদ্ধের কোন এক সাহাবীর (রা: ) কবর
সাগর পারে ফোর্টের দেয়াল
ততক্ষণে সারা শরীর একেবারে ভেংগে পড়ছে
এইখানে নাকি অস্ত্র রাখা হত।
অবশেষে ফোর্ট ডি গল জয় করলাম
কিন্তু তখনও আরো একটা যুদ্ধ বাকি
তিন ঘন্টা জার্নি করে কলোম্ব যেতে হবে। তারপরে ১ ঘন্টা পরে বাসায়....
বাসে উঠে ক্লান্ত শরীর টা সিটে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই আবারও সেই ঝন ঝন যুদ্ধ কল্পনায় চলে এল
আগের পর্ব একটু কষ্ট করে আগের পোষ্টে দেখুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




