আজ আর হবে না, ঘরে ফেরা আমার
জীবনের সব চিহ্ন আজ আমি খুজে নেব
খুজে নেব সেই ক্ষুধার্ত পেটের সমাপ্তি চিহ্ন
আজ আর হবে না তোমার বাধা মানা......।।
আজ আমি আমা্র, তোমাকে দেখে নেব
দেখে নেব তোমার, আমকে না দেওয়া বাস্তবতা
আমি আজ তোমার প্রতিটি পরতে পরতে
ছোয়াব আমার পরশ,
ভালবাসার অথবা হিংস্রতার
আজ আমি লোভাতুর
আমার তোমার জন্য
আমি আজ খুজে বের করব সেই শেষ চিহ্ন
বিন্দু বিন্দু করে যা আজ একটু বড়
আজ আমি উন্মাদ, চঞ্চল সব রক্ত কনিকা আমার
আমি আজ নেশাতুর
তাই তোমার অশ্রু আমকে উৎসাহ যোগায়.........।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





