বাংলাদেশের বাগেরহাট জেলার সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ থেকে মাত্র ২৫ মিটার দক্ষিণ-পূর্বে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশেই সিঙ্গাইর মসজিদটির অবস্থান। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। বাংলাদেশের পুরাতন এক গম্বুজ মসজিদ গুলোর মধ্যে এটি অন্যতম বড় এক গম্বুজ মসজিদ। তবে বিশাল বড় ষাট গম্বুজ মসজিদের এতো নিকটেই আরেকটি মসজিদ কেনো নির্মাণ করার প্রয়োজন পরেছিল সেই সময় তা আর আজ জানতে পারার কোনো উপায় নেই।
ধারনা করা হয়, মুঘল শাসনামলে পঞ্চদশ শতকে খান জাহান আলী (রঃ) এই ঐতিহাসিক এক গম্বুজবিশিষ্ট সিঙ্গাইর মসজিদটি নির্মাণ করেন। ইটের তৈরি বর্গাকার সিঙ্গাইর মসজিদের দৈর্ঘ ও প্রস্থ প্রায় ১২.০৪ মিটার করে। মসজিদের দেয়ালগুলো প্রায় ২.১০ মিটার পুরু। মসজিদের চারকোণে ৪টি গোলাকার বুরুজ রয়েছে। বুরুজ গুলি ছাদপর্যন্ত উচু এবং প্রত্যেকটি নিয়মিত ব্যবধানে বন্ধনী দ্বারা বিভক্ত।
সিঙ্গাইর মসজিদটির সাধারণ বৈশিষ্ট ষাট গম্বুজ মসজিদের অনুরূপ। মসজিদের পূর্ব দেয়ালে নির্দিষ্ট দূরত্ব পর পর ৩টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালের প্রতিটিতে ১টি করে মোট ৫টি খিলান যুক্ত দরজা রয়েছে। পূর্ব দিকের দেওয়ালের ৩টি দরজার মধ্যে মাঝখানের প্রধান দরজাটি অপেক্ষাকৃত বড়। মসজিদের ভিতরে একটি অলংকৃত মেহরাব রয়েছে। কেন্দ্রীয় এই মিহরাবে পোড়ামাটির প্রচুর অলংকরণ রয়েছে।
১৯৭০ সালের প্রথম দিকে সিঙ্গাইর মসজিদটি একেবারে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। ১৯৭৫ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষণের দায়িত্ব নেয়। পরে কয়েকটি পর্যায়ে সিঙ্গাইর মসজিদটি সংস্কার করে সংরক্ষণ করা হয়েছে। সংস্কারের আগে এ মসজিদটি জঙ্গল ও আগাছায় পরিপূর্ণ ছিল। মসজিদটির ভেতর ও বাইরের দেয়ালে নোনা ধরে গিয়েছিল এবং ফাটল দেখা দিয়েছিল। মেঝেও ক্ষতিগ্রস্ত হয়ে ছিল। পোড়ামাটির অলংকরণও ক্ষতিগ্রস্ত হয়ে ছিল। গম্বুজের ওপরের পুরু পলেস্তারা খসে গিয়েছিল। মসজিদটির আগাছা পরিষ্কার করে গম্বুজ, দেয়াল ও মেঝে মেরামত করা হয়। সাম্প্রতিক খননে জানা যায় এ মসজিদে একটি বেষ্টনী প্রাচীর ছিল এবং বেষ্টনী প্রাচীরের চার কোণায় চারটি বুরুজ ছিল। বেষ্টনী প্রাচীরের পূর্ব দিকে একটি প্রবেশ তোরণ ছিল।
খুব তাড়া থাকার কারণে সিঙ্গাইর মসজিদটির ভিতরে আমি যাইনি। চলন্ত গাড়ি থেকে এই কয়েকটি ছবি তুলেছিলাম মাত্র।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ইং
অবস্থান : বাগেরহাট, খুলনা, বাংলাদেশ।
GPS coordinates : 22°40'22.1"N 89°44'33.1"E
তথ্য সূত্র : বাংলাপিডিয়া ও উইকিপিডিয়া, অন্তর্জাল
=================================================================
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
=================================================================
আরো দেখুন -
আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩
=================================================================
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫০