
আমি কবিতা খুব একটা ভালো বুঝি না, পড়িও খুবই কম। আমার পর্যবেক্ষণ ক্ষমতা খুবই কম, বলতে পারেন ফোল্ড ফিসের কাছাকাছি। (অতএব এই লেখাটি গুরুত্বহীন) সেইটুকুতে দেখতে পেয়েছি মোটামুটি ৫ রকম কবি সামুতে আছেন।
১। ছড়াকার : বেশ ভালো এবং চমৎকার ছড়া ইনারা লেখেন ছন্দবদ্ধ ভাবে। যেকোনো বিষয়ে বা টপিকে ইনারা ছড়া লিখতে উস্তাদ।
২। সাধারন কবি : ভালো, বেশ ভালো ভালো কবিতা ইনারা লিখেন। শব্দে কাঠিন্য থাকলেও মর্ম বুঝা যায়। যদিও লিখেছি সাধারন কবি, আসলে ইনারা সাধারন নন।
৩। সরল কবি : এদের কবিতা হয় আকারে বড়। তেমন কোনো কঠিন শব্দ থাকে না। কবিতা হয় সহজ-সরল। নির্দিষ্ট বিষয়বস্তু থাকে কবিতায়। বিষয়বস্তুর বাইরে কবিতা যায় না।
৪। কঠিন কবি : কঠিন কঠিন শব্দ ব্যবহার করেন। লাইন গুলি ভেঙ্গে-চুড়ে অসমাপ্ত রাখেন। কবিতার কোনো মর্ম পাঠক উদ্ধার করতে পারেন না বেশীর ভাগ সময়। ইনারা হচ্ছেন আধুনিক কবি।
৫। অতি আধুনিক কবি : ইয়ে-মানে। যেকোনো গদ্যকে ইনারা উপর-নিচে লাইন বাই লাইন লিখে দিয়ে কবিতা বালে চালিয়ে দিতে পারেন। কবিতা ইনাদের কাছে কোনো বিষয়ই না।
পাঁচ রকম কবি ও তাদের কবিতার ধরন সম্পর্কে বলা শেষ। এদের বাইরে বিশেষ আরেক রকম কবি আছেন, যারা কবি নন, আবার কবির চেয়ে কমও নন। তিনারা হচ্ছেন - না কবি।
৬। না কবি : ইনারা লিখেন গদ্য। কিন্তু সত্যি বলছি, সেই গদ্যাংশগুলি গদ্য নয়, বরং কবিতাই। বলা ভালো গদ্যাংশ গুলি অতি উত্তম কবিতা হতে পারতো।
বিশেষ ঘোষণা - ২ : ইচ্ছে করেই কবি ও কবিতার উদাহর দেয়া হলো না।
বিশেষ ঘোষণা - ১ : উপরের কোন অংশের সাথে আপনার লেখার মিল খুঁজে পেলে তার পুরো দায় লেখকের। মিল খুঁজে না পেলে দোষ আপনার নিজের।
বিশেষ ঘোষণা - উৎসর্গ : এই পোস্টের সকল দায় জটিল ভাই এর মন্তব্যের প্রতি উত্তরের।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




