বইয়ের নাম : দ্বৈরথ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : মে ১৯৮৯
প্রকাশক : কাকলী প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৮৬ টি
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
সোমাদের কোন রকমে চলে যাওয়া সংসার। সোমা যখন ইউনিভাসিটিতে পড়ে তখন হঠাৎ করেই একটা বদনাম ছড়িয়ে পরে তার নামে পাশের বাড়ীর একজন প্রভেসরকে নিয়ে। বাধ্য হয়ে তখন তার খালা তাকে বিয়ে দিয়েদেয় কামাল নামের এক লোকের সাথে। সোমার লোকটিকে পছন্দ হয়না। বিয়ের পরেই কামাল বলে যে তার আগে একটা বিয়ে ছিলো।
ককামালধাপ্পবাজ ধরনের লোক। তার কাজই হচ্ছে ধাপ্পাবাজি করে বেরানো। এর জন্য সে জেলও খেটেছে। লোক ঠকিয়ে চলে তার সংসার। মুখ বুঝে কয়েকটা বছর সোমা কাটিয়ে দেয় এই লোকের সাথে। শেষে আর পেরে না উঠে ডিভোস দিয়ে আবার বাবার বাড়ি চলে যায় সোমা।
প্রফেসার খুবই ভালো লোক, প্রচুর বই পড়েন। এই বই পড়া নিয়েই সোমার সাথে তার পরিচয় হয়। সেখান থেকেই সোমার নামে বদনাম আর তার পরে বিয়ে ও বিয়ে ভেঙ্গে আবার বাবার বাড়ি ফিরে আসা। যেহেতু প্রফেসরের কারণেই বদনামটা হয় তাই তিনি এবার সোমার বাবাকে প্রস্তাব দেন যে তিনি সোমাকে বিয়ে করবেন। একদিন সোমা যখন আবার প্রফেসরের বাড়িতে যায় বই আনতে তখন কথায় কথায় প্রফেসরে বুঝতে পারেন যে কামাল লোকটা যতই খারাপ হোক সোমা এখনো তাকে বালবাসে। সোমা নিজেই জানে না যে তীব্র ভালোবাসা কামালের জন্য এখনো সোমার মাঝে রয়ে গেছে। প্রফেসর সোমাকে বলেন আবার কামালের কাছে ফিরে গিয়ে তাকে ভালো করার একটা চেষ্টা করতে।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক