
১। নির্মল হেয়ার কাটিং সেলুন।
একটি যুবক এসে জিজ্ঞেস করল : চুল কাটাবার সিরিয়ালে কয়জন আছে?
নির্মল : পাঁচ জন।
ঠিক আছে, বলে যুবকটি চলে গেল। কিন্তু পরে কখনও চুল কাটতে এল না।
দু-তিনদিন পর আবার সেই যুবক এসে প্রশ্ন করল : চুল কাটাবার সিরিয়ালে কয়জন আছে?
নির্মল : সাত জন।
আজকেও যুবকটি জিজ্ঞেস করে চলে গেল, পরে কখনও চুল কাটতে এল না। এরকম কয়েক দিন পর পরই ঘটতে থাকল।
আরেকদিন এসে ছেলেটি যেই একই প্রশ্ন করে জবাব শুনে চলে গেল নির্মল তখন তার কর্মচারী কালুকে যুবকটির পিছু নিতে পাঠাল। খানিক বাদে কালু ফিরে এলো।
নির্মল : কি রে দেখেছিল কোথায় যায়?
কালু : তোমার বৌরয়ে কাছে।
২। তুমি কোথায় ছিল?
পঞ্চাশ বৎসর বয়েসের আমাদের এক মন্ত্রী মশাই এক ককটেল পার্টিতে কুড়ি বছরের সুন্দরী এক মডেলের হাত জড়িয়ে ধরে বললেন - সুইটি, আমার জীবনে এতকাল তুমি কোথায় ছিলে?
সুন্দরী মডেল মেয়েটি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে মধুর হেসে বলল – আপনার জীবনের প্রথম ত্রিশ বৎসর আমি জন্মাইই নি।
৩। স্লিপিং পিল
ডাক্তার : আপনার স্বামীর সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। এই নিন স্লিপিং পিল।
ভদ্রমহিলা : আমার স্বামীকে এই পিল কখন দেবো?
ডাক্তার : স্বামীকে দেবেন না। এটা শোবার সময় আপনি নিজে নেবেন। তাহলেই আপনার স্বামীর বিশ্রাম হবে।
৪। কোণারকের ভাস্কর
রন্টি কক্সবাজারে হানিমুনে গেছে ওর বৌকে নিয়ে।
রন্টির স্ত্রী : আলো বন্ধ করে দাও।
রন্টি : না। আহা, ঈশ্বর যেন নিজের হাতে তোমার রূপ গড়েছেন। মেঘের মতো কালো চুল, টলটলে দীঘির মতো চোখ, দুধেআলতা গায়ের রঙ, টিকলো নাক, কমলা লেবুর কোয়ার মতো ঠোঁট য্নে রসে টসটস করছে, দীর্ঘ গলা, অজন্তার ফ্রেসকোর মতো স্তন, সরু সিংহীর মতো কোমর, মসৃণ তলপেট, ধনুকের বাঁকের মতো নিটোল নিতম্ব, কলাগাছের মতো পা।
সত্যি বলছি ডার্লিং, আজ যদি কোণারক মন্দির যাঁরা তৈরি করেছেন সেরকম ভাস্কর পেতাম তবে তাঁদের ডেকে এনে শ্বেত পাথরে তোমার নগ্ন মূর্তি গাড়িয়ে রাখতাম।
রন্টির পাশের রুমে ছিলো দুই বন্ধু। তারা আবার দেয়ালে কান লাগিয়ে রন্টির সব কথা শুনছিল। এই সময় সেই দুই বন্ধু দৌড়ে এসে রন্টির দরজায় করাঘাত করলো।
রন্টি : কে?
দুই বন্ধু : কোণারক থেকে আমরা দু’জন ভাস্কর এসেছি।
৫। আমাদের এটাই নিয়ম
হোটেলে ৩ রাত থেকে বিল শোধ করতে এসে বিল দেখে রন্টির চোখ চড়কগাছ।
রন্টি : এত টাকা? খাবারের আলাদা বিল? কিন্তু ম্যানেজার সাহেব, আমরা তো হোটেলে একদিনও খাই নি!!
ম্যানেজার : তাতে কি? খাবার হোটেলে ছিল। খান আর না খান বিল দিতেই হবে। আমাদের এটাই নিয়ম।
রন্টি : আমার স্ত্রীর সঙ্গে তিন রাত কাটবার জন্য আপনাকেও টাকা দিতে হবে।
ম্যানেজার : আপনার স্ত্রীর সঙ্গে রাত কাটানোর জন্য? এ আপনি কি বলছেন? আপনার স্ত্রীকে আমি স্পর্শ পর্যন্ত করি নি!!
রন্টি : তাতে কি? আমার স্ত্রী হোটেলেই ছিল। আপনি তার সঙ্গে রাত কাটান বা না কাটান বিল দিতেই হবে। আমাদের এটাই নিয়ম।
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০১
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০২
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৩
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৪
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৫
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৬
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৭
সূত্র: শচীন ভৌমিক এর লেখা থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




