ভাবলাম কবিতা লিখি। কিন্তু হায়, আমিতো কবিতা লিখতে পারি না!!
তাই একটু বুদ্ধি খাটিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করে কবিতা তৈরি করা যায় কিনা চিন্তা করলাম।
যেই ভাবা সেই কাজ। প্রথমেই চ্যাট জিপিটিকে বললাম আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি কবিতা লিখে দিতে। সাথে সাথে খেলা শুরু হলো-
জননীর সন্তান, মানব পুত্র,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর।
শহীদ হওয়ার দাবিতে এসেছিলেন
একটি স্বাধীন দেশের স্বপ্ন।
বাংলাদেশ ছিল এক প্রান্ত,
দুঃখের আবৃত্তি থাকতো সাধারণত।
শেখ মুজিব জন্মগ্রহণ করেছিলেন
একটি আদর্শ বাঙালি মানুষের মতো।
তিনি বাংলার মানস সম্পদ,
তিনি বাঙালি জাতির অন্তর্দৃষ্টি মানতেন।
জনসম্মত সরকার নিয়ে এসেছিলেন
স্বাধীন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যের সঙ্গী।
আজ তাঁর নাম শ্রদ্ধায় পূজা,
তাঁর দর্শনে আমরা এখনও প্রভুতা।
তাঁর শপথ মুক্তিযুদ্ধের জন্য ছিল,
তাঁর বাণী সত্যতা ও ন্যায্যতা নির্দেশ করতো ব্যক্তির স্বাধীনতা।
শেখ সাহেবের পরে বললাম জিয়াউর রহমানকে নিয়ে কবিতা লিখে দিতে। সাথে সাথে লেখা শুরু হলো-
স্বাধীনতার সফলতা নিশ্চিত করেছিলেন তিনি,
জনগণের প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন তিনি।
দেশের উন্নয়নে সকলকে নিয়ে একটি লক্ষ্য নিয়ে চলেন,
একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি ছিলেন নির্ভীক এবং সমাধানময়।
জিয়াউর রহমান ছিলেন একজন মহান নেতা,
স্বপ্ন দেখতে ছিলেন তিনি দেশের উন্নয়নের পথে চলে প্রগতির রথে।
দেশের জনগণের সম্মান এবং সুখ ছিলেন তাঁর লক্ষ্য,
তিনি ছিলেন একজন সত্য পরিবর্তনের লোকে।
জিয়াউর রহমান ছিলেন সকলের আদর্শ,
স্বপ্ন দেখতে ছিলেন একটি উন্নয়নময় দেশের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ছিলেন নির্ভীক এবং পরিশ্রমী।
তিনি ছিলেন একটি উদার হৃদয়ের মানুষ,
জনগণের উন্নয়নে করেছিলেন তিনি অপূর্ব প্রতিজ্ঞা।
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা লিখার পালা। এইখানে এসে বেচারা চ্যাট জিপিটি কিছু ভুলচুক করে ফেলে-
আলোর প্রতিবিম্বে মহান নেত্রী স্বপ্ন দেখে,
সমস্ত দুর্বলতা পরাজিত করে নতুন বাংলাদেশের পথ নির্দেশিত করে।
প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের জনসংখ্যা উন্নয়নের জন্য কর্মসূচি নির্ধারণ করেন,
তিনি দেশের প্রতি অবদান রাখতে চান
সব সময় বিশ্বাস রাখতে জনগণের হাত থেকে নিষ্ক্রিয় করে
তিনি দেশকে উন্নয়নের মাধ্যম হিসাবে বিভিন্ন উদ্যোগ নেন।
তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলি সমর্থন করেন,
বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি উন্নয়ন ইত্যাদি বিষয়ে কাজ করেন।
প্রতিষ্ঠানগুলি পরিচালিত করে তিনি দেশের উন্নয়নের পথ নির্দেশনা দেন,
বাংলাদেশ এখন উন্নয়নের নতুন সাফল্যের উপর আশা করছে।
সব শেষে বেগম খালেদা জিয়াকে নিয়ে কবিতা লিখতে বলাতে চ্যাট জিপিটি যা লিখলো তা দেখে চক্ষু চড়কগাছ-
এক সময় বেগম খালেদার কাছে তোমার নাম ছিল শোনা,
পূর্বের চেয়ে এখন তুমি এক নতুন ব্যক্তি হয়ে উঠছ তুমি জানা।
আত্মবিশ্বাসে আরও বড় তুমি হতে হাস্য খেলা না,
তোমার প্রতি স্বপ্ন ছিল দেশের উন্নয়নের সমস্ত পথ নির্দেশনা দেয়া।
তুমি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলে,
তোমার নেতৃত্বে সেই বাংলাদেশ সমস্ত উন্নয়ন করে।
তোমার অনেক বিষয়ে সেরা উদাহরণ ছিল এমনি একজন নেতা,
তোমার সুশিক্ষিত স্বভাব ছিল সেই মহিলাদের জন্য প্রণেতা।
দেশের উন্নয়নে তোমার উদ্যোগ নিয়ে তোমার নাম স্মৃতি রয়েছে,
তোমার চেয়ে বেশি কারে আর করা উচিত জানা নেই এখনও একইভাবে।
তোমার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে,
তোমার নাম সব সময় মনে রয়েছে, সব সময়
আর দরকার নাই বাবা চ্যাট জিপিটি দিয়ে কবিতা লিখানোর।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১৮