বইয়ের নাম : নবনী
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : সেপ্টেম্বর ১৯৯৩
প্রকাশক : সময় প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১২৮ টি

সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
নবনীর কলেজের এক মাউলানা শিক্ষক আছেন। ক্লাসের সব মেয়েরাই তাকে নিয়ে কিছুটা ঠাট্টা তামাশা করে। মাউলানা তেমন কিছু বলেন না। একদিন নবনী দেখে তার শিক্ষক তাদের বাসায় ভাড়াটিয়া হয়ে এসেছে। এক সময় নবনী মাউলানার প্রতি আগ্রহ বোধ করতে থাকে, এবং অবধারিত ভাবে তার প্রেমে পরে যায়। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। মাউলানা নবনীর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। নবনীর বাবা প্রচন্ড রেগে গিয়ে মাউলানাকে বাড়ি থেকে বের করে দেয় আর তার সমস্ত জিনিসপত্র বাড়ি থেকে ছুড়ে ছুড়ে ফেলে দেয়।
এলাকার লোকজন জড়ো হয় রাস্তায়। লোকজনের মাঝে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়। তারা মাউলানাকে খুব পিটানি দিয়ে মেরে ফেলে। এরপরেই নবনীর মানুষিক রোগ দেখা দেয়। চিকিৎসার জন্য নবনীর বড় মামা তাকে নিয়ে ঢাকায় চলে যায়। অনেক দিন ধরে নবনীর চিকিৎসা চলে। সে সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে আসে। চিকিৎসা চলাকালিন সময়ের কথা কিছুই নবনীর মনে থাকে না।
বড় মামার চেষ্টাতেই নোমান নামের একটি খুবই সাদাসিদা দরিদ্র ছেলের সাথে নবীর বিয়ে হয়। নোমান তার বাল্যবন্ধু শফিকের অফিসে কাজ করে। আসলে সে বন্ধু ও বন্ধু পত্নির ফাই-ফরমায়েস খাটে। শফিক আর তার স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়ন চলছে। এদের মাঝখানে পরে গেছে নোমান।
নবনী প্রেগনেন্ট হয়। তিন মাস পরে এক রাতে শফিক আর তার স্ত্রীর সাথে নবনী ও নোমান একটি নৌভ্রমণে যায়। সেখানে শফিকের স্ত্রী তার স্বামীর সাথে রাগারাগি করে নোমানকে সাথে নিয়ে ঢাকার পথে রওনা হয়ে যায় আর তখনই নবনী অসুস্থ হয়ে পরে। নবনীর রক্তক্ষরণ শুরু হয়। তখন নবনীর তার মানুসিক অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসা চলাকালিন সময়ের ভুলে যাওয়া সব কথা মনে পরে যায়। মনে পরে যায় তার একটি কন্যা সন্তান জন্মের কথা, সেই মেয়েটি হয়তো কোন এক এতিমখানায় এখন বড় হচ্ছে।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
কেষ্ট কবির কষ্টগুলো - ইসমোনাক
কেষ্ট কবির কনফারেন্স - ইসমোনাক
কেষ্ট কবি - ইসমোনাক
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





