বিশেষজ্ঞদের মতে ঢাকায় তথা বাংলাদেশে েয কোন সময় অাঘাত হানতে পাের ৭ মাত্রার ভূিমকম্প । যার ধাক্কা সামলে েনওয়ার ক্ষমতা েনই বেশিরভাগ স্থাপনার । তাৎক্ষনিকভাবে মারা েযতে পারেন প্রায় ১,৫০,০০০ মানুষ । অার যারা বেঁচে যাবেন তারাও ধ্বংসস্তুপের মধ্য খুব একটা শািন্ততে থাকবেন বলে অাশা করা যায় না ।
ভূমিকম্পের অাগাম সর্তকতা পাওয়ার কোন প্রযুিক্ত এখন পর্যন্ত অািবষ্কৃত হয়নি । প্রকৃিতর কােছ এখােন অামরা খুবই অসহায় । সুতরাং ভূমিকম্প হলে জান-মালের যথা সম্ভব ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা ছাড়া অামােদর কিছু করার নেই ।
ইতিমধ্য সরকার এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে এবং ময়মনসিংহে একটি বিমানবন্দর নির্মােনর উদ্যোগ নিয়েছে । যােত খরচ পড়বে যথাক্রমে প্রায় ১৫ হাজার কোটি এবং ৫০ হাজার কোটি টাকা । এসব প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে কোন প্রশ্ন েনই । কিন্তু এগুলোর পাশাপািশ ভুমিকম্পে জান-মাল রক্ষাকে প্রাধান্য িদয়ে জরুরী িভত্তিতে প্রকল্প গ্রহন করা উচিত । এ প্রকল্পে থাকতে পারে দূর্বল স্থাপনাগুলোকে শক্তিশালীকরন, সম্ভব না হলে সেগুলো অপসারন। িবদ্যুত , পািন এবং গ্যাস সঞ্চালন ব্যবস্থােক শক্তিশালীকরন, সেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা, জন-সাধারনকে সচেতন করা ইত্যািদ।
এ সব প্রকল্পের মাধ্যমে ২০-৩০ হাজার কোটি খরচ করে যদি ১০-২০ হাজার মানুষের জীবনও রক্ষা করা যায় েসটা হবে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে বা িবমানবন্দরের েচয়েও দামী । যদিও এই মাত্রার ভূিমকম্পে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে বা িবমানবন্দর টিকে থাকার সম্ভাবনা খুবই কম (অামি বিশেষজ্ঞ নই, বিশেষজ্ঞরা ভাল বলতে পারবেন)।
সবশেেষ, দল-মত,ধর্ম,ধনী-গরীব নির্বিশেষে সবাইকে এ বিষয়টি সরকারের কর্ণগোচর এবং অাশু পদক্ষেপ গ্রহনে অনুরোধ করার বিনীত অনুরোধ জানািচ্ছ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





