somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সপেরিমেন্টাল পোস্ট (ফান পোস্ট হৈতে পারে, সিরিয়াসও হৈতে পারে): ব্লগার কালীদাসের আপকামিং কুরবানী ঈদের কাজকর্ম, ফ্যাশন;), রেসিপি, বিনোদন..... :D

১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: জীবিত বা মৃত; মেকআপ নেয়া বা না নেয়া; শ্যুটিংস্পটে যাওয়া বা না যাওয়া; শৌখিন বিপ্লবী অথবা পীরের মুরিদ; মিডিয়াতে কলাম লেখা বা না লেখা দেখা কোন ব্যাক্তি বা গোষ্ঠীর সাথে এই পোস্টের কোন সম্পর্ক নেই। কোন মিল পাওয়া গেলে সেটা নেহাতই ইনসেপশন ছাড়া কিছু না ;)



সেই ঈদের পর এবার নিয়ে তিন নম্বর ঈদ, আর মাত্র কয়েকদিন বাকি ঈদের অথচ এবারও কেউ এল না আমার ঈদ-গাথা জানতে!! এতবড় অন্যায় দেখে আর নীরব থাকতে পারলাম না, ব্লগে তাই নিজের ঢোল নিজেই পেটাতে এসেছি ;) এই ঈদটা সামথিং ডিফারেন্ট ম্যান; ঈদের একটিভিটিস শুরু হয় ঈদের কয়েকদিন আগে থেকেই, গরুর বৈশিষ্ট্য ঠিক করা, গরু কেনা, তারপর নিজের জন্য....সারাদিন কি করব, কি পড়ব (ফ্যাশন), কালীদাস-স্পেশাল রেসিপি;), বিনোদন হিসেবে কি থাকবে....এই আরকি;)


গরু কেনা:
ইটস দ্যা মেইন কাজ অফ দিস ঈদ, ডুড। প্রত্যেকবার হাটে যেতে ভাল লাগেনা পাড়া খেতে হয় বলে, বাট এবার ঠিক করেছি যাব। গরু কেনার রুলস ড্যাড জানে, ময়মুরুব্বীরা জানে, আমি যাই শুধু ওপিনিয়ন দিতে। কি করব, আমার কথা কেউ শুনে না!! যেমন এবার ঈদ প্রসংগে, আমি নেট ঘাটিয়ে জেনেছি,


যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আ’ইম্মাহ, মুহইস সুন্নাহ, ক্বাইয়্যুমুয্ যামান, সকল অপদার্থের শেষ ঠিকানা, কুতুবুল আলম, হুজ্জাতুল ইসলাম, সুলত্বানুল আউলিয়া ওয়াল মাশায়িখ, দেরিতে পিউবিক হেয়ার গজানো বালকদের নেতা, ছাহিবু সুলত্বানিন নাছীর, মাহিউল বিদয়াহ, রসূলে নুমা, গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, ইমামুল উমাম, সাইয়্যিদুল খুলাফা, ইহুদি'নাসারাদের নেট ব্যবহার করা ধর্মগুরু, আস সাফফাহ, মুর্শিদে আ’যম, হাবীবুল্লাহ্, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম কলুরবাগ শরীফ-এর মুর্শিদ ক্বিবলাহ আলাইহিস সালাম বলেন, "এবার ঈদ পড়েছে শনিবার, ইয়াহুদীদের সাপ্তাহিক ইবাদাতের দিন। কাজেই গরুতে কোন ইয়াহুদী ফিরক্বা থাকলে চলবে না, গরু হতে হবে আমার তরিকার। গরুর রং হতে হবে একরঙা, রংচঙা গরু ইয়াহুদীদের আনন্দ-উৎসবের নিশানা!!" মুজাদ্দিদে আ’যম, ইমাম কলুরবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, "হাক্বীক্বী মুসলমানি ঈদ করতে হলে গরুর লেজের চুল হতে হবে ঝলমলে মখমলের মত! এবং গরুর ছবি তোলা যাবে না, ফটু তুললেই কুরবানীর কামিয়াবী হাছিলের কোশেশ করা বাতিল ফিরক্কায় পরিণত হবে।" নাউজুবিল্লাহ এবং সুবহানাল্লাহ!! আজকে সকালে এই কথাগুলা ড্যাডরে শুনাইতে যাইয়া, কুত্তা সহ দৌড়ানি দেয়ার হুমকি পাইছি। হোয়াটেভার, কি আর করা!! তাই এইবার আমার গরু কেনার ওপিনিয়ন একটাই- গরুর ডিএনএ থাকলে কেনা যাবে না!

আপনাদের বুঝতে হবে, এরপরও গরু কিনতে আমার কথা শুনলে সেটা শুধু আমার না, সেটা হবে বাংলাদেশের ষোল কোটি মানুষের সাফল্য :D



ব্লগার কালীদাসের ঈদ-ফ্যাশন:
ইটস এ ঈদ অফ অনেক কাজ, বাডি! কাজেই ফ্যাশনগুলোও হবে অনেকরকম। আমার রুপচর্চার প্রোফাইল আপনারা জানেন। কালীদাস নিকের পেছনের লোকটা চুল কাটে ৫/৬মাস পরপর (চুল কাটতে বিরক্তি লাগে, নিজের মাথাটা অন্যের সম্পত্তি মনে হয়) গত ঈদের আগে চুল কাটতে গিয়ে ধরা খেয়েছিলাম, বেটা আমার চুলে ক্রু-কাটের পেছনে দুইটা অদ্ভুত টিকি রেখে দিয়েছিল। পরে এডজাস্ট করেছি আবার যেয়ে কাটিয়ে, কিন্তু এটা রাখিনা মানে আমি যে খ্যাতেশ্বর এটা আমার স্টাইলিস্ট আই মিন নাপিত চোখে আঙুল দিয়ে বলে দিয়েছে। বেইজ্জতি, বাডি!

ওয়েল, সিরিয়াস টক শেষ :) ঈদের গরু কিনতে যাওয়ার ডেরেসটা বলি ফাস্টে। সেদিন পরব সাদা ব্লেজার (গরম বেশি পড়লে আমি গেছি, কিন্তু ফ্যাশন কখনো লুজ করা যাবেনা ম্যান), পরণে থাকবে স্ট্রিচড গ্যাবাডিনের একটা প্যান্টস, হাটুর কাছে ক্রিপি, নিচের দিকে বাকিটাও। যেটার সামনে পকেট থাকবে তিনটা, পেছনে থাকবে দুইটা। গ্যাবাডিন খুবই ইউজার-ফ্রেন্ডলি জিনিষ, টেকাটুকা লুকায়া রাখতে এইটার বিলম্ব নাই (ইউ নো, গরুর ফুড কেনার পর মারার জন্য কিছু টেকা আমার হাতে আসে ;))। পায়ে থাকবে সাদা আর কালোর কাজ করা একটা কনভার্স, গোবর পাড়াইতে খুব কামে লাগে জিনিষটা।

নামাজ পড়ার জন্য একটা পান্জাবী জোগাড় করেছি এবার। ডিজাইনটা বলি, টকটকা কালো খদ্দরের উপর হাতের কোণায় হিজিবিজিহিজিবিজি- একটু ফাঁকা- হিজিবিজিহিজিবিজি- একটু ফাঁকা- হিজিবিজিহিজিবিজি নীল সুতার কাজ করা; দুই হাতেই। বুতাম নাইক্কা, সামনে দড়ি দিয়া বান্ধার সিসটেম, জানিনা আম্মায় পড়তে দিব নাকি ঈদের দিন। না দিলে আগের বছরেরটাই পড়ে যাব :(

এরপরেরটাই আমার ঈদের মেইন ফ্যাশন। ডিয়ার ড়িডারস/লিসেনার্স/ভিঊয়ার্স/....হোয়াটেভার, আপনারা জানেন অক্টোবর মাস কেন ফেমাস। ইন্দ্যাইয়ারনাইটিনসিক্সটিনাইন, এইমাসে কোন একদিন চে গুয়েভারা নামের এক কোরিয়ান উইম্পি কিড, চাইনিজ মেড অরিজিনাল জাপানিজ পিসি ইউজ করে লান্ডনে বসে নিউইয়র্কের স্টক মার্কেটের সিকিউরড সিসটেমে ক্লিনটনের সিক্রেট-ভিডিও আপলোড করেছিল। অসাম হ্যাকার, অথচ ফটুটা দেখছেন, আর চাওয়ার ধরণটা দেখেছেন? হোয়াট এন ইস্টাইল, হট এ লুক!! এবার আমার ব্ল্যাক টিশার্টে থাকবে চে গুয়েভারা আর পামেলা এন্ডারসনের পাশাপাশি ফটু, টাইট-ফিটিংস এবং লেংথ যথারীতি ওয়েস্ট লাইন পর্যন্ত। সাথে থাকবে একটা সবুজ কালারের গ্যাবাডিন, ঠিক সবুজ না একশ টাকার নতুন যে নোটটা দেখতে বিশ টাকার নোটের মত লাগতে দেখতে সেই কালারের। তবে ইন্টারেস্টিং হচ্ছে একসেসরিজগুলো, বেল্ট একটা যা কিনেছি না :) বেল্টের ডিজাইনটা হল, সুন্দরবনের পাশের কালকীনি গ্রামের দুই দাঁত উঠা সাদা রঙের বাছুরগুলো নদীতে পানি খেতে গেলে যে কুমীরগুলো ওগুলোকে খেয়ে শুধু দাঁত দুইটা ফেলে যায়, ঐ কুমীরগুলোর লেজের খাঁজের কাছাকাছি রকমের ডিজাইনের যে কাজগুলো পান্হপথের দোকানগুলোতে মুঘল খাটের জন্য বানায়, তার কাছাকাছি আরেকটু প্লেন ডিজাইনের অটোবির খাটের মাথার ডানদিকের খাঁজগুলোর মত ডিজাইন করা ব্রাউন একটা বেল্ট!! অসাম ম্যান, অসাম। জলিল ভাই আমার ফ্যাশন দেখলে শিওর তার নেক্সট মুভি জিন্দেগি এক সুপ্রীম পানের ডিব্বা-দ্যা বক্স-এ আমাকে সাইডকিকের রোলটা করার জন্য আমার বাসার সামনে তাবু গেড়ে বসে থাকতেন- ইয়েহ বেইবে, আই এম পম অক্সফোর্ড (ঢাবি)। কিন্তু তারপরও এই ফ্যাশনগুলো মাম বাসায় করতে দিতে চায় না কেন, এইটাই আমি বুঝি না!!



কালীদাস ঈদ স্পেশাল রেসিপি- কালা মুর্গীর খামি কাবাবের ঝাল মাসআলা স্যরি মসল্লা
কাছাকাছি টাইমে পার্শবর্তী দেশের সবচেয়ে বড় ফেস্টিভাল চলছে, এই সময় আমাদের উচিত তাদের কানেক্ট করে কিছু রাঁধার ট্রাই করা, ম্যান। আজকের মেন্যুর জন্য আমাদের লাগবে মধ্যবয়স্ক তিনটা মুর্গী (বি কেয়ারফুল বাডি, মুরগী এই টাইমে মুর্গী না লিখলে দুই বাংলার সম্প্রীতি নষ্ট হয়)। ওয়েল, এইবার মুর্গীগুলো সেদ্ধ করতে দিন চুলা ডিম করে। চারঘন্টা পর যে টুক্রাগুলো সেদ্ধ হবে সেগুলো নিয়ে ব্লেন্ডারে কুচিকুচিকুচিকুচি করে ফেলুন। এবার এগুলোর সাথে লাল মরিচ, ভিনেগার, গোল্ডেন হার্ভেস্টের মুর্গী নাগেটস মিক্সড মিশিয়ে কুচকুচে কালো করে তেলে ভেজে ফেলুন।



হয়ে গেল কালা মুর্গীর খামি কাবাবের ঝাল মসল্লা :-B একা একা খেতে চান, দরজা বন্ধ করে খান :D


কালীদাসের ঈদ-বিনোদন:
এই টপিকসটা যথারীতি সিরিয়াস।
গত রোজার ঈদের পর থেকে টানা দুইটা মাস প্রচন্ড কাজের চাপ ছিল, মাঝে প্রায় ৭/৮ টা মুভি জমে গেছে না দেখা, সেগুলোই দেখার চেষ্টা করব। গতবার রোজার ঈদের সময় পেপারে দেখি কয়েকটা মার্কড ***র রেকর্ড ব্রেক করার কথা। এক্টিং-এর এ-টাও জানে না, কন্টিনিউয়াস এরকম কেলানির এক্টিং করে কেমনে একজন সুস্হ মস্তিস্কের মানুষ? প্রত্যেকটা চ্যানেলে যদি সাত/আটদিন একই কাহিনী/একই কেলানি/হাজার হাজার এডের এই মিক্সচার...আপনাদের বিরক্তি লাগে না??

এবার পুরান কয়েকটা মুভি দেখার ইচ্ছা আছে, এক নাম্বারে জীবন থেকে নেয়া। আর আর্টসেল নিয়ে বসব ঈদের পরদিন।

সবার ঈদ আনন্দময় হয়ে উঠুক। সবাইকে অগ্রীম ঈদ মুবারক m/




হেল্প মেন্যু:
থামেন, থামেন; জানি কুন কুন আইটেমের জন্য হেল্প চান। আল্লাহর কসম, আমি নিজেও জানি না এইডির মানে কি, কেউ জানলে ইনসাফ কইরা মানে কইয়া যাইয়েন :D

১৮১টি মন্তব্য ১৮১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কুড়ি শব্দের গল্প

লিখেছেন করুণাধারা, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:১৭



জলে ভাসা পদ্ম আমি
কোরা বাংলায় ঘোষণা দিলাম, "বিদায় সামু" !
কিন্তু সামু সিগারেটের নেশার মতো, ছাড়া যায় না! আমি কি সত্যি যাবো? নো... নেভার!

সানমুন
চিলেকোঠার জানালায় পূর্ণিমার চাঁদ। ঘুমন্ত... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×