ডিজিটাল খরগোশ আর এনালগ কচ্ছপের গল্প
খরগোশ আর কচ্ছপের সেই দৌড়ের গল্প মনে আছে নিশ্চয়ই?
আসুন এবারে এর আধুনিক ভার্শন শুনি।
খরগোশ আর বোকা নেই, সে সদা জাগ্রত, শুধু তাই নয়, সে যথেষ্ট কৌশলি এখন।
এক এক লাফে একএকটা রেস জিতছে সে এখন।
এনালগ কচ্ছপ যেইকে সেই পড়ে আছে।
রাজনীতিবিদেরা ডিজিটাল খরগোশের মতন তরতর করে কালোটাকার মালিক হচ্ছে জ্যামিতিক হারে।
আর এনালগ কচ্ছপের নূন্যতম চাহিদা মেটাবারও সাধ্য নেই, এনালগ কচ্ছপ "পাব্লিক" পড়ে আছে সেই অনটন আর পেটভরে ভাতের স্বপ্নে, যদিও দিনকে দিন আরো পেছন দিকে ঠেলে দিচ্ছে তাকে ডিজিটাল খরগোশের পাপের দায়।
খরগোশের পিন্ডি এখন কচ্ছপের ঘাড়ে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১০ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




