ভাইয়েরা আমার (বোনদের আলাদা করে সম্বোধন করলাম না। যুগটা সাম্যবাদের), এটাই আমার শেষ নোট (ভয় পাবেন না, আগামী সাত দিনের জন্য)।
একটা তথ্য শুধু জানাই। শুদ্ধস্বরের একক ব্ইমেলা শুরু হচ্ছে পরশু পাবলিক লাইব্রেরিতে। যদি ভেবে থাকেন, অধমের 'অভিরূপের অভিযানের' অবিক্রীত (খানিকটা বিকৃতও) তিন হাজার কপি বিক্রির ধান্ধা করতেছি, কথাটা একেবারেই সত্যি। একুশে বইমেলায় আমার সাকল্যে দুই কপি বই বিক্রি হইছে। এক কপি আমি নিজেই কিনছি, অন্য কপি কে কিনল, সেটা একটা রহস্য। আমার ধারণা প্রকাশক নিজেই।
যাই হোক, নোটটার আসল উদ্দেশ্য কিন্তু এইবারে খোলাসা হইবে। গত মেলায় মোরগ-উন্মোচন করে শোরগোল ফেলে দিয়েছিলেন সিমু নাসের। তাঁকে টেক্কা দিতে চেয়েছিলাম। পারিনি। আমার বইয়ের মোড়কই আসলে উন্মোচন হয়নি। অনেক ভেবে দেখলাম, এটাই মোক্ষম সুযোগ। এই মেলায় আমি ষাঁড়ম্বরে মোড়ক উন্মোচন করতে চাই। এ জন্য ভালো তাগড়া ষাঁড় খুঁজছি। অবশ্যই ভাড়ায়। উন্মোচন শেষেই ফেরত দেওয়া হবে। হেল্প করেন প্লিজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




