আমাদের মন আজ ভারাক্রান্ত। আমাদের সতীর্থ ক্রীড়া সাংবাদিক ও বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আল মুসাবি্বর সাদী (পামেল) ক্যানসারে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। তাঁর শীর্ণ দেহ আর ব্যথাতুর মুখ কেবলই মনে করিয়ে দেয়, রোগশোক আর জরাব্যাধির কাছে আমরা কতটা অসহায়! একজন কর্মব্যস্ত মানুষের জীবন কীভাবে আচমকা থমকে দাঁড়ায় নিয়তির কাছে হার মেনে!
কিন্তু আমরা হারতে চাই না। আল মুসাবি্বর সাদীর পাশে আজ বাংলাদেশের গোটা ক্রীড়া সাংবাদিক সমাজ। তাঁর চিকিৎসায় ইতিমধ্যে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে পরিবারের প থেকে। কিন্তু ক্যানসার এমনই এক অভিশাপ যে আল মুসাবি্বর সাদীর সচ্ছল পরিবারও দুরারোগ্য এই ব্যাধির বিরুদ্ধে লড়াই করে আর পেরে উঠছে না। এই ঘোর দুঃসময়ে আমরা প্রমাণ করতে চাই, আল মুসাবি্বর সাদী একলা নন, আমরা সবাই তাঁর পাশে আছি। আমরা বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা পামেলের চিকিৎসার জন্য একটা প্রাথমিক তহবিল গঠন করেছি। কিন্তু প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপর্যাপ্ত। পামেলের সুচিকিৎসার জন্য আরও অনেক অর্থের প্রয়োজন।
আমাদের আশা, আমাদের অনুরোধ, আমাদের মিনতি_আপনিও আল মুসাবি্বর সাদী পামেলের পাশে এসে দাঁড়ান। সবাই মিলে আল মুসাবি্বর সাদী পামেলের প্রাণবন্ত চেহারাটা আবার ফিরিয়ে আনি। মানুষের অজেয় মিলিত শক্তির কাছে হার মানুক ক্যানসার।
পামেলের চিকিৎসার জন্য গঠিত চিকিৎসা-সহায়তা তহবিল: সাউথ ইস্ট ব্যাংক, করপোরেট শাখায়, যেটির সঞ্চয়ী হিসাব নম্বর ০০৩১-১২১-০০০৮১৩৫২।
ধন্যবাদান্তে
বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




