একজন লেখক (সে আমার মতো ছাপোষা রোজগেরে হোক না কেন) হয়তো ঈশ্বরের মতোই। অসহায়! গল্পের প্লটে রাজা-উজির সে যতই মারুক, শেষ পর্যন্ত নিধিরাম সর্দার!
না তনিম, এটা আমার কোনো গল্প বা বইয়ের অংশ নয়। আমার দগদগে ক্ষত নিয়ে বেঁচে থাকা জীবনের অংশ।
এবং আমার জীবন, শুকতলা ক্ষয়ে যাওয়া জীবন, অচল পয়সার মতো অনাদরে পড়ে থাকা জীবন, উচ্ছিষ্টের জীবনটাকেও তার পরও কত ভালোই না লাগে!
হয়তো জীবনের জন্যই একটা মোহ তৈরি করে রাখে জীবন। আলকাতরার প্রলেপ দিয়ে লুকিয়ে রাখে ক্ষত। বাইরে রঙচঙা বাহার। এর চেয়ে হতেম যদি... না আরব বেদুঈন নয়, সারমেয়র জীবনও বোধ হয় এর চেয়ে ঢের ভালো।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১১ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




