আমি হয়ত ১০ বছর আগে একজন নিয়মিত পাঠক ছিলাম, কিন্তু নিজে কখনই লিখতাম না। অন্যদের চিন্তার পরিধিটা বুঝতে চেস্টা করতাম। সময়ের সাথে ব্যাস্ততা বেড়ে জাওয়ায় ব্লগ পড়া থেকেও দূরে চলে যাই।
কিন্তু অনেকদিন পরে দেশের এই ক্রান্তি লগ্নে আবার খবরের জন্য ব্লগে চলে আসি। খবর নেই তাতে হতাশ নই, কিন্তু হতাশ হলাম কিছু ব্লগারের লেখা পরে। অদ্ভুত এই মানুসগুলা, যাদের কাছে সব কিছুর যুক্তি সুধুই জামাত-শিবির। এরা প্রতেকে গনতান্ত্রিক দেশে থেকে নিজের মাতৃভূমিকে অগনতান্ত্রিক দেখতে চায়, যেকোনো অন্যায়কে তারা জঙ্গিবাদ ট্যাগ দিয়ে হালাল করে ফেলতে চায়।
আয়নার সামনে দাড়িয়ে আপনি কাকে দেখেন?