খুব কম ব্লগ এ আসি বা পড়ি, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমরা জানি এখানে যে ব্লগাররা আছেন তারা মুটামুটি কোন পক্ষে। একজন মানুসের যদি অর্ধেকটাও মগজ থাকে কিছু লেখার প্রথম কয়েক লাইন পরলেই বুঝতে পারার কথা তার লেখাটি লিগ, দল, জামাত, জঙ্গি নাকি সাধারন মানুসের সাধারন দাবির পক্ষে।
জানার আর বুঝার পরেও কেন একজন আরেকজনের লেখাতে গিয়ে শেষ পর্যন্ত তর্কতে জড়ান?
আমি কেন এই প্রশ্ন করছি? আমরা সবাই তো নিজেদের একটি বাবল এর মদ্ধে আছি। আপনি ঠিক জানেন আপনি কোন পক্ষে আর ঠিক বুঝতেঅ পারেন অন্নের লেখা কোন পক্ষের। কেউ পক্ষ ত্যাগ করবেনা, আবার অন্নের কন কথাও মেনে নেবেনা।
ব্লগ কয়জন পরে? আপনাদের তর্ক দেখে কতজন মানুষ তার চিন্তা চেতনা পরিবর্তন করবে?
তাহলে এই তর্কের ফলাফল কি? আপনার কি মনে হয়?
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



