
প্রধানমন্ত্রী বলেছেন সংকট মোকাবেলায় সকলকে মিতব্যয়ি হতে। উনি ওনার বুদ্ধিতে যা পারেন পরামর্শ দিয়েছেন। এ ব্যপারে কিছু বলার নেই। বাস্তবে এই সংকটে মিতব্যয়িতা আমাদের সংকট সমাধান করবে নাকি বাড়াবে?
ছোট খাট দুইটা উদাহরন থেকে দেখি কি হয়ঃ
ধরুনঃ আপনি প্রতিদিন অফিস থেকে রিক্সায় বাসায় ফেরেন ৫০ টাকা দিয়ে। আপনি এবং আপনার মত আরো অনেকে ভাবলেন এখন মিতব্যয়ি হবেন, তো আপনারা এখন হেটেই বাসায় আসা শুরু করলেন। এর ফল কি হবে? আপনার এলাকার রিক্সাওয়ালাদের আয় কমে যাবে। ভোগের জন্য তাদের খরচ কমে যাবে। দোকানদারের বিক্রি কমে যাবে। সব মিলিয়ে আপনার এলাকার পুরো অর্থনীতিতে একটা চেইন রিয়াকশান শুরু হবে। অর্থনীতিতে স্থবিরতা চলে আসবে।
আবার ধরুন আপনি মাসে ৪টা সাবাণ ব্যবহার করেন। আপনি ভাবলেন এখন থেকে আপনি সাবানের খরচ কমাবেন। মাসে ২টি সাবান ব্যবহার করবেন। এর প্রভাব কোথায় কোথায় পড়বে? দোকানের বিক্রি কমে যাবে, সেলসম্যানের সেলস কমিশন কমবে, তার ব্যয় ও ভোগ কমবে, কারখানার উৎপাদন কমবে বিক্রি কম বলে। ব্যপারটা আরো বড় স্কেলে চিন্তা করুণ।
এভাবে সমগ্র দেশে যদি এক কোটি মানুষ ওনার পরামর্শ শুনে মিতব্যয়ি হয় এবং কয়েকটা খাতে খরচ কমায় সমগ্র অর্থনীতিতে একটা বিরুপ প্রভাব পড়বে। টাকার যত বেশি হাতবদল অর্থনীতি তত গতিশীল। তত স্বাস্থবান। উনি সহজ বিষয়টা সহজ ভাবে বোঝেন নি। অবশ্য বোঝার কথাও না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


