শেখ হাসিনার নাকি বায়ক্তিগত চাওয়া পাওয়ার কিছু ছিল না। শেখ মুজিবের বেয়ে নাকি দুর্নীতি করতে পারে না। সে এবং তার পরিবার যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করতে পারে তা এই কদিনে আমরা দেখছি। সামান্য ১০ কাঠার প্লটের লোভ ও তারা কেউ ছাড়তে পারল না। নিয়েছে তো নিয়েছে, তা অতি গোপনে, কাক পক্ষীও টের পায় নি।
শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, রেহানার ছেলে ও মেয়ে ববি ও টিউলিপ প্রত্যেকের নামে ১০ কাঠার প্লট নেয়া হয়েছে। টিউলিপ তো ব্রিটিশ এম পি, বাংলাদেশের নাগরিক না। সে কোন আইনে প্লট পেল বুঝলাম না।
এর আগে ৯৬ সালে এরা আইন করে গনভবন লিখে নিয়েছিল। সরকার পরিবর্তনের পর তা আর টেকেনি। এসব যে টেকে না তা এরা বোঝে না। এরা মনে করেছিল আজীবন এরা সরকারে থাকবে। সারা বাংলাদেশ এদের সম্পত্তি। কিন্তু আল্লাহর প্লান অন্য কিছুই ছিল।
এত কিছুর পরেও কিছু ছাগু এই সব চোরের পক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলেই যাবে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩২