
শক্তি প্রয়োগ করতে চাইলে রাষ্ট্র তা করতেই পারে। তবে শক্তি প্রয়োগে সমাধান সম্ভব না। শক্তি প্রয়োগ করে সেখানকার উপজাতী মানুষকে আরো দূরে ঠেলে দেয়া হবে। ইতি মধ্যে তারা অনেক দূরে চলে গেছে। তার প্রমান সম্প্রতি নিহত সেনা কর্মকর্তার খবরে চাকমা জনগোষ্ঠির হা হা রিয়াক্ট দেয়া। তারা এই সেনাবাহিনীকে নিজের বাহিনী মনে করে না। শত্রু গন্য করে।
সরকারের উচিত পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলি চিনহিত করে সমাধানের ব্যবস্থা করা। আমার জানা মতে তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভূমি সমস্যার সমধান করা। পিছিয়ে পরা এলাকার অধিবাসী হিসেবে একটু বেশি সুবিধা পাওয়া।
তাদের আরেকটি দাবি হচ্ছে আদিবাসি ঘোষনা। তাদের কেন আদিবাসি ঘোষনা করা সম্ভব না তা তাদের বুঝিয়ে বলা। আন্তর্জাতিক আইন খোলাখুলি ভাবে ব্যখ্যা করা জেতে পারে। আদিবাসি ঘোষনা না দিয়েও আন্তর্জাতিক আইনে আদিবাসিরা যে সকল সুবিধা ভোগ করে সেগুলির অনেকগুলিই তাদের জন্য ব্যবস্থা করা যেতে পারে।
আশা করা যায় এতে করে পাহারি ও সমতলের দূরত্ব কমে আসবে। তারাও নিজেদের বাংলাদেশি ভাবতে শুরু করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


