ইসলামে মাযহাবের উৎপত্তি নামক পোষ্টটির পর আনেকেই মন্তব্য করেছেল।
ধণ্যবাদ জানাই তাদেরকে।
আপনি জানেন কি কত বিলিয়ন নেকী হলে বেহেস্তে যাওয়া যায় ?
ইমাম মেহেদী কি নতুন মাযহাব তৈরি করবেন ?
ঈশা (আঃ) কোন মাযহাবের অনুসারী হবেন ?
বাজারের এই চটি নোট গুলোকে এতো প্রাধান্য দিচ্ছেন কেন ?
ইসলাম ধর্ম কি খুব কঠিন ?
সায়েমুজজ্জামান ভাই বলেছেন: লা মাজহাবী আহলে হাদিসের শয়তান বাংলা ভাইয়ের শিষ্য। তিনি আরও বলেছেন: চারমাযাহাবকে বাছাই করে সহজগুলো নেয়ার জন্যই লা মাজহাবীদের জন্ম হইছে। তারা মাজহাব ঠিকই মানে। তবে চারটি মিলিয়ে।
ভাই আপনি ঠিকই বলেছেন। চারমাযহাব এর সঙ্গে আহলে হাদিসের অনুসারীদের মিল রয়েছে। আবার চারমাযহাব এর মধ্যে একে অন্যের সঙ্গে মিল রয়েছে।
মিল থাকবে-না কেন। মিল থাকাটাই তো স্বাভাবিক তাই না ?
সবইতো একই উৎস থেকে আসছে। তাহলে বাজারের এই চটি নোট গুলোকে এতো প্রাধান্য দিচ্ছেন কেন ?
আসুন না মেন বই (কোরআন ও সর্হীহ হাদীস) খুলে দেখি তাতে কি আছে। হয়তো আপনিই তাদের থেকে ভাল কোন মাযহাব (অর্থ চলার পথ) তৈরি করতে পারেন (অথাৎ আল্লাহকে খুশি করার সহজ কোন উপায় পেয়ে যেতে পারেন)।
আপনি আরও বলেছেন: চারমাযাহাবকে বাছাই করে সহজগুলো নেয়ার জন্যই লা মাজহাবীদের জন্ম হইছে।
ভাই, ইসলাম ধর্ম কি খুব কঠিন ?
আপনি যদি "নিয়ামুল কোরআন" পরেন তাহলে আপনার কাছে কঠিনই মনে হবে। কারন সেখানে দিন ভর সব আমল আর কোটি কোটি নেকী অর্জনের কথা বলা হয়েছে।
আপনি জানেন কি কত বিলিয়ন নেকী হলে বেহেস্তে যাওয়া যায় ?
না-আল্লাহ এমন কোন পরিমানের কথা উল্লেখ করেননি। পাপ কম করেন আর ইসলামের পাঁচটি স্তম্ভ মেনে চলুন। পাপ না করলে তো এমনিই সোয়াবের পাল্লা ভারি হবে।
মাহমূদ হাসান বলেছেন: "@ সায়েমুজ্জামান, ধন্যবাদ।
মাযহাবের ইমামগণ লক্ষ লক্ষ হাদীস নিয়ে গবেষণা করে ধর্মের সারমর্ম উদঘাটন করে আমাদের সামনে উপস্থাপন করেছেন।
আমাদের পক্ষে কি ঐ লক্ষ লক্ষ হাদীস গবেষণা করা সম্ভব?
তাদের সকল বক্তব্যই সঠিক।"
ভাই আপনার কাছে আমার দু'টি প্রশ্ন।
আমরা জানি ইমাম মেহেদী আসবেন। তিনিও একজন বড় ইমাম।তাহলে
ইমাম মেহেদী কি নতুন মাযহাব তৈরি করবেন ?
ঈশা(আঃ) আবার পৃথিবীতে আসবেন আমাদের নবীর উম্মত হয়ে।
ঈশা(আঃ) কোন মাযহাবের অনুসারী হবেন ?
দয়া করে উত্তরটি দিবেন আমার এই সল্প ঞ্জানকে সমৃদ্ধির জন্য.......।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





