একটি স্বাধীন দেশের নাগরিক আমরা। তাই স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারি এবং সমালোচনা করতে পারি। কিন্তু যে মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের নাগরিকদের কাছে অস্পষ্ট ও অসচ্ছ। তাছাড়া যে পদক্ষেপ গুলো নেয়া হয়েছে তা খুব সীমিত পরিমানে।
তাই এই নতুন প্রজন্মের নাগরিকেরা যখন আড্ডা দেয় তখন মুক্তিযুদ্ধ প্রসঙ্গটি আসেনা বললেই চলে। নতুন প্রজন্মের নাগরিকদের মধ্যে দেশপ্রেম বৃদ্ধি পাচ্ছে, না কমছে তা আজ প্রশ্নের সম্মুখিন। তাই দেশপ্রেম বৃদ্ধির লক্ষে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের সময় এখনই।
এ প্রসঙ্গে আমার প্রস্তাবটি হল- আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে
( যেমন-স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ) প্রতি মাসের একটি নিদিষ্ট দিনে এক বা একাধিক মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানাবো। এখানে মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের পূর্বের রাজনৈতিক অবস্থা ইত্যাদি আলোচনা করবেন। এছাড়া শিক্ষার্থী ও আমন্ত্রিতদের মধ্যে মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
হয়তো আপনার কাছে আরও ভাল কোন প্রস্তাব থাকতে পারে। আমার প্রকৃত উদ্দেশ্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্ম গড়ে তোলার।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





