অতন্দ্রিলা
মধ্যরাত পেরিয়ে গেছে
ঘুমহীন চোখে তবুও জেগে আছি..
জানি আজ আর আমার প্রতীক্ষায় জেগে নেই তুমি।
শরতের ক্ষয়ে যাওয়া চাঁদনী রাতে
আলো-আধারির মাঝে
তোমারই হাত ধরে বসে ছিলাম
নির্জনে,নিস্তব্ধতায়।
জোনাক জ্বলা সেই নীরব রাতে
স্তব্ধতার মাঝে,
মৌন আমি তোমার ই পাশে বসে
একেছি রঙিন স্বপ্ন...
আজ আমার স্বপ্নরা সব রংহীন,
রাতগুলো আজ যন্ত্রনাভরা...
আমার চারপাশে আজ একরাশ শূন্যতা...
শূন্যতার মাঝে তোমাকে খুজে ফিরি।
বারবার।
....অনন্তকাল।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ ভোর ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




