কানাডার ওনটারিও-যাদের province slogan - Yours to Discover. আমাদের যে Discovery হোল, তাতে মনে হোল এই অবিশ্বাস্য ঘটনা আমাদের কি কিছু
শেখাতে পারে না ?
এখানে summer এ বিভিন্ন ফল, সবজী বড় বড় ফার্মে গিয়ে সরাসরি মজা করে গাছ থেকে তোলা যায়। আমরা কজন গিয়েছি cheery picking এ। ফার্ম গুলো শহরের বাইরে অনেক বড় জায়গা নিয়ে। চারপাশে ধু ধু প্রানতর। ছবির মত সুন্দর। মনে হচ্ছিল যদি কানাডা অনেক বাংলাদেশীদের খাকার permission দিত, তাহলে বাংলাদেশের ওপর জনসংখার চাপ কিছুটা হলেও কমতো ।যাক সেসব কথা ,আসল কথায় ফেরত আসা যাক।
অনেক্ষণ খোজাখুজি করে কয়েকটা ফার্মে গিয়ে যখন জানতে পারলাম cheery picking যে season, সেটা পার হয়ে গেছে, তখন সবার খুব মন খারাপ। কি আর করা। খালি হাতে বাড়ি ফেরার পালা। কিনতু তথনও জানিনা কি বিরাট চমক অপেক্ষা করছে আমাদের জন্য।
বাড়ি ফেরার পথে ধু ধু মাঠের মধ্যে একটা ছাওনী দেখে curious হয়ে থামলাম। শুনেছিলাম এসব জায়গায় টাটকা ফলমূল, সবজী পাওয়া যায়। সবাই মিলে যখন ছাওনীতে গেলাম তখন দেখলাম অনেক Broccoli(ফুলকপির মত সবজী কিন্তু রং সবুজ) রাখা আছে কিন্তু কোন sales person নেই। অবিশ্বাস্য ব্যাপারটা তখন চোখে পড়ল। একপ।শে দাড়িপাল্লা আরেক পাশে টাকার বাক্স। যার ঘতটুকু দরকার মেপে সেই Broccoli র দাম বাক্সে ফেলতে হয়। কিছুক্ষণ আমাদের মুখে কোন কথা নেই । কি অপরিচিত জগৎ !!! কি পবিএ মানুষের মন। স্যালুট এই জাতিকে।
হৈ হল্লা করে Broccoli কিনে তার দাম বাক্সে ফেলে ফুরফুরে মন নিয়ে বাড়ি ফিরলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





