ফুফাতো ভাই আহমদের বিয়ে আজ। অনেকটা হঠাৎ করেই বিয়েটা ঠিক হয়েছে। শ্বশুরবাড়ি লালবাগে। ওখানেই বিয়ে হবে।
আহমদ ভাই এখনো লেখাপড়া করে। আমরা ভেবেছিলাম আরো পরে বিয়ে করবে। বাবা-মায়ের বড় ছেলে তো, তাই একটু আগেভাগেই বিয়ে দিয়ে দিচ্ছে।
তাড়াতাড়ি বিয়ে করাই ভালো। সবার যেন তাড়াতাড়ি বিয়ে হয় এই কামনা করি।আমার পরিচিত অনেকে তো কয়েক বছর ধরে মেয়ে খুঁজছে। দু:খের বিষয়, তাদের মনমতো মেয়ে কোথাও পাওয়া যাচ্ছে না। কারো এই দোষ,কারো ওই দোষ। এটা চিন্তা করলেই তো হয়, যে আমারও অনেক সমস্যা আছে। আমি তো আর দুধে ধোয়া তুলসী পাতা নই।
যাই হোক, ভাবছি আজ কী কী করা যায়। কারো কাছে নতুন কোনো আইডিয়া থাকলে শেয়ার করেন, প্লীজ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


