
দেখতে দেখতে ১ বছর পুর্ন হল আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নেয়া পপগুরু বীর মুক্তিযোদ্ধা আজম খানের। লাখো ভক্তকে কাঁদিয়ে গতবছর ৫ জুন দূরারোগ্য ক্যান্সার কেড়ে নেয় আমাদের প্রিয় পপগুরুকে। মরণব্যাধির সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর এইদিন রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এই বীর মুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‘পাখি উড়ে যায়, তার পালক পড়ে রয়’, পপগুরু আজম খান নেই; কিন্তু রয়ে গেছে তার গাওয়া অসংখ্য গান। এই গানের মধ্য দিয়েই বেঁচে থাকবেন তিনি। পপসম্রাট আজম খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে আসুন তার জীবন ও কর্মের প্রতি চোখ রাখি।
...::একনজরে পপসম্রাট আজম::...
পুরো নাম : মোহাম্মদ মাহবুবুল হক খান
ডাকনাম : আজম
জন্ম : ২৮ ফেব্রুয়ারি ১৯৫০
জন্মস্থান : ১০ নম্বর সরকারি কোয়ার্টার, আজিমপুর কলোনি, ঢাকা
মা : মৃত জোবেদা খানম
বাবা : মৃত মোহাম্মদ আফতাব উদ্দিন খান
স্কুল : ১৯৫৫ সালে প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে শিশু শ্রেণীতে এবং ১৯৫৬ সালে কমলাপুরের প্রভেনশিয়াল স্কুলে প্রাথমিকে ভর্তি হন। তিনি ১৯৬৫ সালে সিদ্ধেশ্বরী হাইস্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন। এই স্কুল থেকে ১৯৬৮ সালে এসএসসি পাস করেন।
কলেজ : ১৯৭০ সালে টি অ্যান্ড টি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধের পর পড়ালেখায় আর অগ্রসর হতে পারেননি।
পেশা : সংগীতশিল্পী
উপাধি: পপসম্রাট, গুরু, কিংবদন্তি আজম খান
বিয়ে : ১৯৮১ সালের ১৪ জানুয়ারি
স্ত্রী : সাহেদা বেগম
প্রথম সন্তান : ইমা খান
দ্বিতীয় সন্তান : হূদয় খান
তৃতীয় সন্তান অরণী খান
মৃত্যু : ৫ জুন ২০১১
কপিপেস্ট এবং আরো বিস্তারিত-View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




