
>> মুফতি আমিনী বলেন, সাজেদা বলে আমাকে নাকি নারীরা ঘেরাও করবে। বেপর্দা নারীরা ঘেরাও করলে বোরকা পরা নারীরা আমাকে বাঁচাতে আসবে।
>> কোরআন শরিফ নিয়ে আমিনী বলে ওঠেন, ‘আমি এই কোরআন হতে নিয়ে বলছি, খালেদা জিয়ার সঙ্গে হরতালের আগেও কথা কই নাই, পরেও কথা কই নাই। হাসিনা মিথ্যা কথা কয়, তার মন্ত্রিরা মিথ্যা কথা কয়।’
>> আমিনী বলেন, সাজেদা মিথ্যুক, হাসিনা মিথ্যুক। এরা মিথ্যা কথাই বলে।
>> আমিনী বলেন, হাসিনা ইসলাম বিরোধী এটা প্রমাণ করা লাগে না। তিনি শিক্ষানীতি করিয়েছেন স্বঘোষিত নাস্তিক কবির চেীধুরীকে দিয়ে। সংবিধান সংশোধন করানোর দায়িত্ব দিয়েছেন একজন কট্টর হিন্দুকে। মুসলমানের এই দেশে কোনো হিন্দুকে দিয়ে সংবিধান সংশোধন আলেম সমাজ মানে না বলেও তিনি মন্তব্য করেন।
>> আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনী বলেন, আজকে পুলিশ সাথে আছে বলেই তোমরা আমাদের উপর হাত তুলছ। মনে রেখ ক্ষমতায় আমরাও আসতে পারি। তখন পুলিশ আমাদের কথাই শুনবে।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




