সেদিন একটা তফসীর শুনছিলাম মুবাহিলার উপর। সুরা ইমরানের তফসীর। যেখনে অন্যদেশের খ্রিষ্টান রাজা আর তার লোকেরা আসছিল রাসুল(সঃ) এর কাছে জানতে ইসলাম সম্পর্কে। তাদেরকে মুবাহিলার চ্যালেন্জ দেয়া হয়েছিল। অর্থাৎ তাদের পরিবার আর রাসুল(সঃ) এর পরিবার একসাথে হয়ে দোয়া করবে যে যারা সত্যের পথে নাই তাদের উপর আল্লাহর লানত পড়বে। তারপর ওরা ইসলাম গ্রহন করতে রাজী হয়নি। তাদেরকে সসম্মানে বিদায় দেয়া হয়েছিল। কোনো জোর করা হয়নি। এটাই ইসলাম। একমাত্র বাধার সম্মুখীন হওয়া ছাড়া জোর করা যাবেনা। আমরা আজ রাসুলকে বাদ দিয়ে ফেলছি কেন?
আমাদের কি মনে নাই তায়েফের ঘটনা? যেখানে ক্ষতবিক্ষত করা হয়েছিল আমাদের প্রিয় নবীকে। জীবরাঈল বলেছিলেন,হে রাসুল,আপনি শুধু একবার বলেন হ্যা,আমি পাহাড় এনে তাদের পুরা ধ্বংস করে ফেলব। রাসুল(সঃ) বলছিলেন, হে আল্লাহ তারা বুঝেনাই তারা কি করেছে, তুমি তাদের মাফ করে দাও। সেই রাসুলের অনুসারী হয়ে কেন আমরা স হনশীলতা হারিয়ে ফেলছি?
কেন আমরা ভুলে যাই কোরানের মহান বানী,' তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের'। বাউলরা ত সমাজের গরীব অংশ। সাহস থাকে ত টিভি তে অশ্লীল ঘটনা ঘটে তা বন্ধ করার চেষ্টা কর।
আজকে যখন আমরা গানবাজনা নিষেধ করি ,ভুলে যাই রাসুল(সঃ) ঈদের দিনে দফ বাজানোর পারমিশন দিয়েছিলেন। রাসুলের নির্দেশ ছিল ,আল্লাহ
কঠোরতা পছন্দ করেননা। দীনের মধ্যে স হজ উপায় থাকলে তার সুযোগ নিতে হবে। তাই ত সফরের নামাজ ছোট হয়, রোজা পর্যন্ত বাদ হয়ে যায়, গর্ভধারনের সময় রোজার নিয়ম শিথিল হয়,পানি পাওয়া না গেলেও অসুবিধা নাই।
সেই রাসুলের কথা আমরা কেমনে ভুলি, যিনি তার চাচাকে সারাটাজীবন সম্মান করে গেছেন,যিনি মুসলিম হননি। যাকে দেখেই বা কথা শুনেই হাজারো মানুষ মুসলিম হয়ে গেছে। আর আমাদের অবস্হা দেখে সবাই ইসলাম থেকে মুখ সরিয়ে নেয়। কেন আমরা ভুলে যাই সেই হাদীস, যেখানে বলা হয়, একজন মহিলা সারা জীবন নামাজ রোজা করেও দোযখী,কারন তার ব্যব হার খারাপ, আরেকজন নামাজ রোজায় শিথিল
হলেও সুন্দর ব্যব হারের জন্য বেহেশত পেয়ে যাবে।
ভুলে গেছি আমরা যে দীনের ৯০ ভাগ হল বান্দার প্রতি দায়িত্ব আর ১০ ভাগ হল আল্লাহর প্রতি। আল্লাহত এও বলেছেন, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারেন,কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবেন। মানবজাতির সাথে আমরা যা করছি আল্লাহ তা কোনো দিন মাফ করবে মনে হয়?
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




