নদীমধ্যে গুরুসঙ্গ : আ জার্নি বাই বোট (3)
গুরুর প্রধান কাজ অঙ্গুলিহেলন।
মানে বাম হাতের আঙুল--
যখনি হেলাইলেন গুরু তখনি চামচাগুলি
বামদিকে হেলিয়া পড়িল
ফলে বামে কাৎ হইলো বোট।
স্রোতে ভাইসা যাইতেছিল সাপেকাটা ঘাটের মড়া
সঙ্গে বসা সর্পখানি, পর্পবোধে মাথা নিচু
গুরুর চামচায় কইলো ওঠ্--
সর্প বলে ফোট্!--
তৎক্ষণাৎ ডান দিকে আঙুলের নির্দেশনা
ডানপন্থী নৌকা এবে ডানে কানি্ন খায়
ভোট চাইতে যাইতেছিল নৌকামার্কা বামপন্থী
বিরক্তিতে অর্ধবার পাশর্্ব ফিরে চায়
ডান বাম নদী নৌকা চলা ও অচল সব গুরুতর আঙুলের কব্জায়।
ফলে নৌকা দুই মিনিট
আঘাটায় থাইমা যায়
দুই দিকে সিঁড়ি নামে
নাওয়ে ওঠে জ্যান্ত মড়া, সর্প কিংবা রাজনীতিক
লুকানো ভোটের বাক্স, হ্যান্ডমাইক...
গুরু কন ভক্তবৃন্দে, সব লইবা একটা কইরা
ফালতু মালে জগত ভইরো না!
(1998-2003 )
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




