HSBC ব্যাংকের বাংলা ভাষা প্রীতি দেখা দিছে। তারা এতদ্দেশীয় প্রতিষ্ঠান প্রথম আলোর সঙ্গে এক হইয়া মিশনারী কায়দায় আমাগোরে বাণী দিতেছে :
১. “কজন আমরা এই বর্ণমালাকে সঠিকভাবে জানি?”
২. “আমরা কি দেশের প্রতিটি মানুষের কাছে বর্ণমালা পৌছে দিতে পেরেছি?”
৩. “আসুন প্রতিজ্ঞা করি নিজেদের যেন আমরা বর্ণমালার যোগ্য করে তুলতে পারি।”
বর্ণমালা সঠিকভাবে না জানলে কী বালের সমস্যা? বর্ণমালায় শিক্ষিত হইয়া বেরাদররা যাতে বিজ্ঞাপন পড়তে পারে বা পত্রিকা কিন্না পড়তে পারে সেই জন্য এই ভাষা প্রতিযোগ আমার মনে হয় না। নিশ্চয়ই দেশের অশিক্ষা নিয়া দুশ্চিন্তিত হইয়া তারা এগুলা করতেছেন।
যার শিক্ষা নাই সে তো আপন ইচ্ছায়-ই অশিক্ষিত। এখন আপনেরা তাদের বাড়ি বাড়ি গিয়া বর্ণমালা শিখাইবেন। অনেক স্পর্ধা! অশিক্ষিত মানুষদের পক্ষে মর্যাদা হানিকর এই অশুভ উদ্যোগের নিন্দা জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


