২৩ সদস্যের আর্জেন্টিনা দল
গোলরক্ষক: সার্জিও রোমেরো (এজেড আলকমার), মারিয়ানো আন্দুজার (কাতানিয়া), ডিয়েগো পোজো (কোলোন)।
ডিফেন্ডার: নিকোলাস ওটামেন্ডি (ভেলেজ সার্সফিল্ড), মার্টিন ডেমিচেলিস (বায়ার্ন মিউনিখ), ওয়াল্টার স্যামুয়েল (ইন্টার মিলান), গ্যাব্রিয়েল হেইঞ্জ (মার্শেই), নিকোলাস বুরদিসো (এএস রোমা), ক্লেমেন্তে রদ্রিগেজ (এস্তুদিয়ান্তেস), আরিয়েল গার্সে (কোলোন)।
মিডফিল্ডার: হোনাস গুতিয়েরেজ (নিউক্যাসেল), ম্যাক্সিমিলানো রদ্রিগেজ (লিভারপুল), হাভিয়ের মাচেরানো (লিভারপুল), সেবাস্তিয়ান ভেরন (এস্তুদিয়ান্তেস), অ্যাঙ্গেল ডি মারিয়া (বেনফিকা), হাভিয়ের পাস্তেরো (পালের্মো), মারিও বোলাত্তি (ফিওরেন্টিনা)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো হিগুয়েইন (রিয়াল মাদ্রিদ), মার্টিন পালের্মো (বোকা জুনিয়র্স), সার্জিও আগুয়েরো (অ্যাটলেটিকো মাদ্রিদ), ডিয়েগো মিলিতো (ইন্টার মিলান), কার্লোস তেভেজ (ম্যানচেস্টার সিটি)।
এবার কি পারবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




