"স্বদেশ আমার, কিংবা মহাবিশ্বমন্ডলী
ভূষিত ললাট তব; অস্তে গেছে চলি
সেদিন তোমার; হায়! সেই দিন যবে
দেবতা সমান পূজ্য ছিলে এই ভবে।
কোথায় সেই জনপদ! মহিমা কোথায়!
গগন বিহারী শ্বাপদ ভূমিতে লুটায়।
বন্দীগণ বিরচিত শব্দ উপহার
দুঃখের কাহিনী বিনা কিবা আছে আর?
দেখি দেখি কালার্ণবে হইয়া মগন
অন্বেষিয়া পাই যদি বিলপ্ত রতন।
কিছু যদি পাই তার ভগ্ন অবশেষ
আর কিছু পরে যায় না রহিবে লেশ।
এ শ্রমের এই মাত্র পুরস্কার গণি;
তব শুভ ধ্যায় লোকে, অভাগা জননী!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



