
প্রিয় কন্যা আমার-
ঢাকায় শীত পড়তে শুরু করেছে। যদিও পৌষ বা মাঘ মাস নয় এখন। এখন চলছে কার্তিক মাস। আজ বাংলা কার্তিক মাসের ২৯ তারিখ। কার্তিক এর পর অগ্রহায়ন। যাই হোক, শীত পড়ুক সমস্যা নেই। তোমার জন্য প্রচুর শীতের জামা কেনা হয়েছে। সুরভি সেদিন নিউ মার্কেট থেকে অনেক জামা কিনে এনেছে। আবার তোমার খালা ইটালী থেকেও শীতের জামা পাঠিয়েছেন। তোমার জন্ম শীত কালেই হয়েছে। কোনো ভয় নেই। রুম হিটার আছে। খুব শীত পড়লে রুম হিটার ছেড়ে দিব। মুহুর্তে পুরো ঘর গরম হয়ে যাবে। তুমি আরাম করে ঘুমাবে। আমি যতদিন বেঁচে আছি তত তোমার কোনো সমস্যা নেই। তোমার কোনো ভয় নেই। কিন্তু আমি সারা জীবন বেঁচে থাকব না। তোমাকে নিজের পায়ে দাড়াতে হবে।
প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
তোমার এগারো মাস চলছে। অথচ এখনও তোমার কোনো দাঁত উঠেনি। আমি তোমার জন্য ব্রাশ কিনে বসে আছি। আমি যখন দাঁত ব্রাশ করি, তুমিও তখন দাঁত ব্রাশ করো। অথচ তোমার দাঁত নেই। আমরা দুজন মিলে দাঁত ব্রাশ করছি এরকম একটা ছবি তোমার মা তুলেছে। ফাইহা, অতি তুচ্ছ ঘটনাও আমি লিখে রাখছি। কিন্তু তুমি খেয়াল করে দেখবে হাবিজাবি অনেক কথা বলতে বলতে কিছু দামী এবং দরকারী কথা বলে ফেলি। সেই কথা গুলো খেয়াল করবে। মনে রাখবে। এসব কথা গুলো মেনে চলবে। এসব কথা তুমি উপদেশ না মনে করে বাবার অনুরোধ হিসেবে ধরে নিবে। সেসব মেনে চলবে। তাহলে দুনিয়াতে আমি না থাকলেও তোমার বেগ পেতে হবে না। তুমি যেন আমাকে ছাড়া সুন্দরভাবে জীবনযাপন করতে পারো সেজন্যই এসব লিখে রাখছি।
প্রিয় কন্যা ফাইহা,
জীবনে কখনও কোনো কিছুতেই লোভ করবে না। লোভ খুব খারাপ জিনিস। তোমার জীবন থেকে লোভ সম্পূর্ন ত্যাগ করবে। তোমার হাতের কাছে যদি হীরা, মনিমুক্তা, জহরত, থাকে তুমি ছুঁয়েও দেখবে না। যে জিনিস তোমার না সেটা তুমি ধরবে না। কেউ যদি লোভ দেখায় তার কথায় ভুলবে না। যারা লোভ দেখাবে তাঁরা দুষ্টলোক। দুষ্টলোক থেকে সব সময় দূরে থাকবে। তোমার ২৪/২৫ বছর বয়স পর্যন্ত তোমার একটাই কাজ থাকবে। তুমি শুধু লেখাপড়া করে যাবে। প্রচুর পড়াশোনা করবে। তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং শক্তি হবে লেখাপড়া। লেখাপড়ার কোনো বিকল্প নেই। যখন তুমি লেখাপড়া করে জ্ঞান সঞ্চয় করবে, তখন তোমাকে কেউ ঠকাতে পারবে না। কাজেই সব কিছুর আগে লেখাপড়াকে গুরুত্ব দিবে।
প্রিয় কন্যা আমার-
আগামী মাসের ৩১ তারিখ তোমার প্রথম জন্মদিন। দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে যাচ্ছে। জন্মদিন অবশ্যই একটা আনন্দের দিন। বছরের শেষ দিন তোমার জন্মদিন। প্রিয় কন্যা তোমাকে অন্য দশজন মেয়ের মতো হওয়ার দরকার নাই। এই সমাজের বেশির ভাগ মেয়ে অল্প কিছু লেখাপড়া করে। কেউ কেউ অনার্স, মাস্টার্স করে। তারপর বিয়ে করে ঘর সংসার করে। তাদের লেখাপড়া সমাজের কোনো কাজে লাগে না। তাহলে লেখাপড়া করে লাভ কি? যদি দেশ বা সমাজের কাজে না লাগে? তুমি এরকম সাধারণ মেয়েদের মতো হতে চেষ্টা করো না। তুমি হবে সবার থেকে আলাদা। তুমি সমাজের জন্য কিছু করবে। দেশের জন্য কিছু করবে। সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াবে। স্বাধ্য মতো চেষ্টা করবে তাদের জন্য কিছু করতে। তুমি মানুষ। সমাজের প্রতি তুমি অবশ্যই দায়িত্ব পালন করবে। মনে সাহস রাখবে। কখনও অন্যায় করবে না।
ফারাজা তাবাসসুম খান,
দুনিয়াতে কোনো কিছুই তোমার মনের মতো হবে না। তুমি তোমার জ্ঞান দিয়ে, পরিশ্রম দিয়ে সব কিছু তোমার মনের মতোন করে বানিয়ে নিবে। এজন্য কারো সাহায্য কামনা করবে না। তোমার ক্ষুধা পেলে তোমাকেই রান্না করে খেতে হবে। কেউ তোমাকে মুখে তুলে খাইয়ে দিবে না। দুনিয়াতে কারো কাছে কিছু আশা করবে না। যা করার তোমাকেই করতে হবে। প্রচুর পরিশ্রম করলে তুমি সাফল্য পাবেই। সাফল্য না পাওয়া পর্যন্ত পরিশ্রম করে যাবে। যখন তুমি অনেক জ্ঞান সঞ্চয় করবে, তখন কোনো কুসংস্কার তোমাকে আঁকড়ে ধরতে পারবে না। দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ জ্ঞান। তাই শুধু জ্ঞান সংগ্রহ করে যাও। নিজের স্বচ্ছ পবিত্র জ্ঞান দিয়ে তুমি মানুষের উপকার করবে। তুমি মানুষের বিপদে পাশে থাকলে, মানুষও তোমার বিপদে তোমার পাশে থাকবে।

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



