
নোমান ভাই বললেন, রাজীব চলো ঘুরে আসি।
আমি বললাম, কোথায়?
নোমান ভাই বললেন, হাসান আজিজুল হক স্যারের সাথে দেখা করে আসি। উনি ঢাকায় আসছেন।
আমি বললাম, নোমান ভাই আমার অনেক কাজ আছে। তিন জাগায় যেতে হবে ছবি তোলার জন্য।
নোমান ভাই বললেন, সব বাদ দাও।
নোমান ভাইয়ের সাথে গেলাম চন্দ্রিমা উদ্যানে।
সেখানে 'হাসান আজিজুল হক' স্যার এক টিভি চ্যানেলে সাক্ষাতকার দিচ্ছেন। নোমান ভাইয়ের সাথে হাসান আজিজুল হক স্যারের আত্মার সম্পর্ক। নোমান ভাইকে দেখে দূর থেকেই হাত ইশারা দিলেন আজিজুল হক স্যার। প্রায় এক ঘন্টা পর সাক্ষাৎকার শেষ হলো। নোমান ভাই আর আমি এতক্ষন ঘুরে ঘুরে চা, বাদাম খেলাম। সাক্ষাৎকার শেষে হাসান আজিজুল হল স্যারের সাথে অনেক কথা হলো। গল্প হলো।
নোমান ভাই বললেন, ছবি তোলে রাজীব।
হাসান আজিজুল হক স্যারের ছবি তোলো। এরকম সময় আর পাবে না। আমি বিভিন্ন এংগেল থেকে অনেক গুলো ছবি তুললাম। আজিজুল হক স্যার ছবি তোলার জন্য আমাকে পনের মিনিট সময় দিলেন। স্যারকে আমি যেভাবে দাড়াতে বলেছি, যেভাবে তাকাতে বলেছি উনি সেভাবেই দাঁড়িয়েছেন, তাকিয়েছেন। এতে ছবি তুলতে আমার জন্য সহজ হয়েছে।

ছবিঃ আমার তোলা।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



