
শুরুতে মানুষ গুহায় বাস করেছিলেন।
অতঃপর, মানুষ নিজের জন্য ঘর বানাতে শিখেছেন। মিশর, গ্রীস ও ইতালীতে মানুষ যখন ইমারত তৈরি করেছেন, ভারতের মানুষ তখন কুঁড়েঘর তৈরি করেছেন। বেশ কিছু মরু ভুমিতে মানুষ এখনো তাঁবুতে বাস করে। এখনো বাংলাদেশে কুঁড়েঘর তৈরি হয়। আফ্রিকা, দ: আমেরিকা ও এশিয়া জঙ্গলে বসবাসরত মানুষ খুবই প্রাথমিক স্তরের কুঁড়েঘর তৈরি করছেন আজও। মানুষ যখন ১৮৭০ সালে নিউইয়র্ক শহরে ১.১ মাইল লম্বা 'ব্রুকলীন ব্রীজ' বানিয়েছেন, ঠিক সেই সময়ে বাংলার মানুষ ৫ হাত চওড়া খালের উপর বাঁশের সাঁকো তৈরি করেছেন।
কুঁড়েঘর, ইমারত, সবকিছুই মানুষেরই লব্ধজ্ঞানের প্রয়োগ।
বিষয় হচ্ছে, কোন অঞ্চলের মানুষ নিজকে সময়ের সাথে তাল মিলিয়ে, নিজের জ্ঞানকে প্রসারণ করতে সমর্থ হয়েছেন, মানব জীবনকে অর্থবহ ও উন্নত করতে সমর্থ হয়েছেন। কুঁড়েঘর, ইমারত, তীর-ধনুক, তলোয়ার, কামান, বর্শা, এটমবোমা, গরুর গাড়ী, ইষ্টিম ইঞ্জিন, দোয়া-কালাম, পেনিসিলিন, এন্টিবাইওটিক, টিকা, সামন্তবাদ, রাজতন্ত্র, গণতন্ত্র, রিপাবলিক, এটমিক পাওয়ার, সুপার সোনিক বিমান, রকেট, তাবিজ-তুমার, ধর্ম, বিজ্ঞান, সবই মানুষের লব্ধজ্ঞান, সবই মানুষের আবিস্কার, পার্থক্য হলো কোন আবিস্কারক কি আবিস্কার করেছেন।
জ্ঞানকে যথাযথ কাজে লাগাতে পারে বুদ্ধিমানরা।
যেসব অঞ্চলের মানুষ নিজেদের জ্ঞানকে প্রসারিত করতে সমর্থ হয়েছিলেন, তাঁরা ভালো জীবনযাপন করেছেন, যারা সঠিক জ্ঞান অর্জন করতে পারেননি, তাঁদের জীবন হয়েছে কষ্টকর। সৌদীর রিফাইনারী সরবরাহকারী হচ্ছে ইউরোপ ও আমেরিকা। সৌদীর ইমারত তৈরির আর্কিটেক্ট হচ্ছে ইউরোপ ও আমেরিকান। সৌদীর শারীরিক কাজের লোকজন হচ্ছেন এশিয়ান ও আফ্রিকানরা। জ্ঞান হচ্ছে জীবনযাত্রার মানের সুচক।
যারা তাবিজ তুমারের মাঝে সমাধান খুঁজছে-
তাদেরও বক্তব্য আছে, যারা mRNA টেকনোলোজী প্রয়োগ করে টিকা বানাচ্ছে, তাদেরও কিছু বক্তব্য আছে- যারা জ্ঞানী তারা সঠিক পথ খুঁজে পাচ্ছেন। যারা কমজ্ঞানী তারাও বেঁচে আছে। কিন্তু অনেকেই আজো তাবিজও আবিস্কার করতে পারছে না, তাদেরকে তাবিজ কিনতে হচ্ছে। কানাডা mRNA টেকনোলোজীর ভেকসিন তৈরি করতে সমর্থ হয়নি, কিন্তু কিনে নিয়েছে আমেরিকা থেকে, তারা কিন্তু তাবিজ কিনতে আসেনি এশিয়ায়। তাবিজ, সাঁকো বানানোর প্রযুক্তি যারা আবিস্কার করেছেন, তারাও আবিস্কারক। mRNA টেকনোলোজীর ভেকসিন যারা তৈরি করেছেন, তারাও আবিস্কারক, সবই করেছেন মানুষ। যারা যা করছেন, তাদের জীবনটা সেই রকমভাবে কাটছে। আসল ও শেষ কথা হলো- উন্নত-জীবনের মুলে রয়েছে মানুষের জ্ঞান ও আবিস্কার।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



