
অনেকদিন ছবি ব্লগ দেই না।
তাই ভাবলাম আজ একটা ছবি ব্লগ দেই। ছবি গুলো অনেক আগের তোলা। ইদানিং একেবারেই ছবি তুলছি না। তবে খুব শ্রীঘই ক্যামেরা হাতে নিয়ে বের হবো। তাছাড়া ছবি তুলবো কি করে? টানা দুই বছর তো করোনা গেলো। এখন অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গত আঠারো দিনে দেশে একজনও করোনায় মারা যায় নি। এবং আক্রান্ত হয়েছে মাত্র চার জন। এদিকে আমি এখনও বুস্টার দিতে পারিনি। ম্যাসেজ আসে নাই। তাই দেওয়া হয় না। ম্যাসেজ নিশ্চয়ই আসবে। বাংলাদেশে করোনায় প্রায় ৩০ হাজার লোক মারা গেছে। এঁর মধ্যে আমার বাবা একজন। আব্বাকে ছাড়া বেশ কোনঠাসা হয়ে গেছি। যাই হোক, এখন ছবি দেখুন।
১।

মানুষজন দান করতে পছন্দ করে। ইহা সত্য। সব জায়গায় দরিদ্র অসহায় মানুষ হাত পেতে থাকে। হোক মসজিদ, হোক ফুটপাত।
২।

বৈশাখ মাসের আকাশ। বৈশাখ মাসে আকাশের মন মেজাজ বোঝা দায়।
৩।

শরতের আকাশ সবচেয়ে সুন্দর। এই মেঘ। এই রোদ।
৪।

বারাশিয়া নদী। নদী ভাঙছে। পথ ছোট হয়ে যাচ্ছে।
৫।

এই পথ মাদ্রাসায় গিয়ে শেষ হয়েছে।
৬।

দরিদ্রময় একটা মাদ্ররাসা। শহরের মধ্যে মাদ্রাসা গুলোর আয় ইনকাম ভালো। গ্রামের ভিতরের মাদ্রাসা গুলোর করুণ অবস্থা।
৭।

এই লোকটা কিছুদিন আগে মারা গেছে। আমাদের অর্থমন্ত্রী ছিলেন।
৮।

আমার বন্ধু শাহেদ জামাল।
৯।

ঢাকা শহরের ফুটপাত থেকে প্রতিদিন ৫ কোটি টাকা উঠে। জ্বী হ্যাঁ ইহা সত্য।
১০।

নদীর নাম মধুমতি।
১১।

এটা বাংলাদেশের এক মন্ত্রীর গ্রামের বাড়ি।
১২।

বহু পুরোনো ছবি। বিএনপির সংবাদ সম্মেলন।
১৩।

এই ছবিটা তুলতে গিয়ে বিপদে পড়ে গিয়েছিলাম।
১৪।

পরী।
১৫।

আমরা।
১৬।

শাহেদ জামাল ও নীলা।
১৭।

পাটুরিয়া ফেরীঘাট।
১৮।

আমরা।
১৯।

বনলতা সেন।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২২ বিকাল ৩:০৬