একজন লেখক বললেন, আমি কেন মদ খাই, তা আমি জানি। তুমি খেতে চাও না, খেয়ো না।
প্রতিভাবান পুরুষরা যদি ঠিক আশ মিটিয়ে মদ আর নারী সঙ্গ না ভোগ করে, তাহলে তাদের বুদ্ধি ঘাটতি দেখা দেয়।
মদ খাওয়ার পর অনেক মানুষ কে দেখেছি, অমানুষ হয়ে যায়। অথচ লেখক সাহেব চিৎকার করে বলেন, শ্রীকৃষ্ণ পরনারীকে নিয়ে বাগানে বসে মদ খেয়েছেন, যীশু নিজে তার শিষ্যদের মদ গ্লাসে ঢেলে দিয়েছেন।
লেখক বললেন, আমি প্রতিভাবান। আমি যা খুশি তাই করবো। আমি মদ খেলেও ঈশ্বর বিশ্বাস করি। ঈশ্বর কেন বিশ্বাস করি সেই ঘটনা টা তোমায় বলিঃ আমার বিশ্বাস আমার সব রকম বিপদে ঈশ্বর আমাকে বাঁচাবেন। একদিনের ঘটনা বলি শোনো-
তখন আমার বয়স অল্প। সবে মাত্র লেখালেখি শুরু করবো ভাবছি। সংসারে অভাব, বেকার আমি। দুটো টিউশনি করি মাত্র। তাতে চা সিগারেট হয়ে যায়। কিন্তু সেই দুটো টিউশনি চলে গেলো। সংসার একেবারে অচল হয়ে গেলো। ঘরে চাল নেই, চুলা বন্ধ। আমার অসুস্থ মা, ক্ষুধায় ভুলভাল বকতে শুরু করলো।
ফার্মগেট ব্রীজের নীচে দাড়িয়ে ভাবছি কি করবো? কোথায় যাবো? ঠিক এমন সময় আকাশ কালো করে বৃষ্টি নামলো। সে কী বৃষ্টি! যেন সারা শহর আজ ঢুবে যাবে। তিন ঘন্টা হয়ে গেলো বৃষ্টি আর থামে না। ভাবছি ভিজে ভিজে বাসায় ফিরবো কিনা। এদিকে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। ক্ষুধায় আমি সত্যি সত্যি বাচ্চাদের মতো কাদতে শুরু করলাম। বৃষ্টির পানি আর আমার চোখের পানি মিলে মিশে একাকার। এমন ক্ষুধা লেগেছে কান্না আসবে না? কাঁদতেই কাঁদতেই বললাম, হে ঈশ্বর একবার আমার দিকে তাকাও। দেখো আমি কাদঁছি।
ঠিক এমন সময় একটা সাদা গাড়ি এসে আমার সামনে থামলো। একজন বয়স্ক লোক বলল, তোমাকে অনেকদিন ধরে খুজছি। আমার আত্মজীবনী লিখে দিতে হবে। এই নাও এডভান্স টাকা।
এবার তুমিই বলো, ঈশ্বরের দয়া ছাড়া এমন হয়? মদ খাই বলে তুমি আমায় মন্দ মানুষ বলে মনে করো না। দ্বারকানাথ মদ খেতেন, মাইকেল মধুসূদন মদ খেতেন, সুনীল গঙ্গোপাধ্যায় মদ খেতেন, শ্রেক্সপিয়ার থেকে শুরু সত্যজিৎ রায় পর্যন্ত মদ খেতেন।
মদ খেয়ে বাসায় গিয়ে আমি স্ত্রীকে মাগী বলে গালি দেই না। স্ত্রী মানেই তো একটুকরো স্বচ্ছ আকাশ। আর এ কথাও সত্য নিশিকন্যাদের কাছে গেলে শরীরের রক্ত দ্রুত চলাচল করে। বুদ্ধি ও মেধা শানিত হয়। এজন্য স্ত্রীর চাইতে বারবনিতাদের সঙ্গ কম মূল্যবান নয়। তবে একই বারবনিতার সঙ্গ দীর্ঘদিন নেওয়া ঠিক না। বিরক্তি চলে আসতে পারে। নিজ গৃহে সব সময় শান্তি পাওয়া যায় না। তাই শান্তির জন্য অন্যের ঘরে যাওয়া অন্যায় নয়।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৫