
প্রিয় কন্যা আমার-
এই প্রথম তোমাকে রেখে আমি তিন দিনের জন্য ঢাকার বাইরে সিলেট বেড়াতে গেলাম ব্লগার শাইয়ান ভাইয়ের সাথে। বারবার তোমার কথা মনে পড়েছে। এবং আমার ভ্রমনের আনন্দে বাঁধা পড়েছে। তুমি ছোট তোমাকে নিয়ে যাওয়া সম্ভব ছিলো না। অন্যদিকে গত ২৩ মাসে আমি দূরে কোথাও বেড়াতে যাইনি, শুধু তোমার জন্য। এর আগে বেড়াতে গিয়েছিলাম বান্দরবান। তখন তুমি তোমার মায়ের পেটে ছিলে। তখনও বান্দরবান গিয়ে আনন্দ উপভোগ করতে পারিনি। সারাক্ষণ টেনশনে থাকতে হয়েছে এবং একটা অপরাধ বোধ কাজ করেছে। কাজেই এখন থেকে কোথাও গেলে তোমাকে এবং তোমার মাকে সাথে করে নিতে হবে। যাইহোক, এ মাসের ৩১ তারিখ তোমার জন্মদিন। দুই বছর শেষ করে তুমি তিন বছরে পা রাখবে।
প্রিয় কন্যা ফারাজা,
আগামী রবিবার ১১ ডিসেম্বর তোমার দাদার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। গ্রামের বাড়িতে মিলাদ হবে। যাইহোক, এখন চলছে বিশ্বকাপ খেলা। আজ রাতে আমাদের প্রিয় দলের খেলা আছে। আমি আর্জেন্টিনার সাপোর্টার এবং তুমিও। আমি তোমাকে জোর করে আর্জেন্টনার সাপোর্টার হতে বলিনি। তুমি নিজেই পছন্দ করে নিয়েছো। দোকানে গয়েছি, তোমার সামনে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি রেখেছি। তুমি নিজেই আর্জেন্টিনার জার্সি বেছে নিয়েছো। এবং জার্সি পরার পর তুমি অনেক খুশি হয়েছে। আমি তোমার ছবি তুলে দিয়েছি। এবার বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে কাতারে। আমি ম্যারাডোনার শেষ বিশ্বকাপ খেলা দেখেছি। অবশ্য তখন আমি অনেক ছোট। ছোটবেলায় আমি খুব ভালো ফুটবল খেলতাম। একবার আমার কাছে বল এলে আমি চোখ মুখ খিচিয়ে বিপক্ষ দলের বারপোষ্টের দিকে ছুটতাম। গোলকিপার হিসেবে আমার বেশ নামডাক ছিলো।
প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম-
এদিকে দেশের অবস্থা ভালো না। আগামীকাল দশ তারিখ বিএনপির আন্দোলন। অলরেডি বিএনপির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মির্জা আব্বার ও মির্জা ফখরুলকে। মির্জা আব্বাসের বাড়ি আমাদের এলাকাতেই। আমাদের এলাকার বহু ছেলেপেলেকে মির্জা আব্বাস চাকরী দিয়েছেন। সরকারী এবং বেসরকারী দুটোই। আমি রাজনীতি করি না। মিটিং মিছিলে যাই না। আসলে আমাদের দেশের রাজনীতি আমার পছন্দ না। মানুষ রাজনীতি করেই যেন ক্ষমতা আর টাকার জন্য। অথচ রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিৎ মানুষের সেবা করা। আমাদের দেশে দরকার, শেখ মুজিব, ভাসানী এবং তাজ উদ্দীনের মতো নেতা। রাজনীতি হলো বটগাছের মতোন। রাজনীতির অদৃশ্য ছায়া দেশের সকল মানুষের গায়ে লাগে।
প্রিয় কন্যা আমার-
তোমাকে একটা মজার কথা বলি- এক মহিলা লিখেছেন একটা বাচ্চা পালক নিবেন। আমি তাকে মজা করে বললাম, আমার বাচ্চাকে পালক নিবেন? মহিলা রাজী হলেন। তোমার ছবি দেখে সে ভীষন খুশি। আমি বললাম, আমার কন্যাকে নিয়ে ঠিকভাবে লালন পালন করতে পারবেন? মেয়ের কোনো অনাদর, অবহেলা হবে নাতো? মহিলা বললেন, মেয়েকে দিয়ে দিবেন, তারপর তাকে কিভাবে লালন পালন করবো সেটা আমাদের ব্যাপার। এবং মেয়েকে দেবার পর সেই মেয়েকে আপনি আর দেখতে পাবেন না। আমি আর কথা না বাড়িয়ে বলে দিলাম- স্যরি, আমি মনে করছি, আপনি আমার মেয়েকে উন্নত জীবন দিতে পারবেন না। মহিলা রেগে গিয়ে বলল, আমি অনেক ধনী। আমি বললাম, আপনি মনের দিক থেকে দরিদ্র। ফারাজা সারা দুনিয়া একদিনে আর তুমি অন্য দিকে। তোমাকে কারো কাছে দেবার প্রশ্নই আসে না। নো নেভার।
ফারাজা তাবাসসুম খান-
সক্রেটিস, এরিস্টটল, প্লেটো। এরা দুই হাজার বছর আগেই মারা গেছেন। এরা তিনই জনই জ্ঞানী মানুষ ছিলেন। আমাদের নবীজির জন্মের বহু আগে এদের জন্ম। এই তিনজন মানুষের কেউই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন নি। অথচ লক্ষ লক্ষ মানুষ, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নিয়েও, তাদের মতন জ্ঞানী হতে পারেনি। 'বিশ্বাস' হলো জানা বিষয়কেই চূড়ান্ত সত্য মনে করা। এটা এক ধরনের আসক্তি। আসক্তির কারনে নিজেরটিই ঠিক মনে করতে থাকে। (যেমন যে যার ধর্মকে বড় মনে করে) আর 'জ্ঞান' হলো অজানাকে জানা। কোন গ্রন্থে আবদ্ধ হওয়া নয়। তাই জ্ঞান বিশ্বাসের বহু উর্ধ্বে। যারা ধর্মের মধ্যে আবদ্ধ, তারা ঈশ্বরকে অভিভাবক মনে করে। এই ঈশ্বর বিশ্বাসের মধ্যেই তাদের শান্তি। আর শিক্ষিত মানুষ বিনা প্রশ্নে কোনো কিছুই বিশ্বাস বা মেনে নিতে প্রস্তুত নয়। তাদের ধর্মের নাম লজিক। এই লজিকের কারনেই কোনো ধর্মই তাদের সামনে দাড়াতে পারে না। সমস্যা হলো যুক্তির যত বড় ক্ষমতাই থাক, তা মানুষকে একা করে দেয়।

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


