
প্রিয় কন্যা আমার-
তোমার দুই বছর হয়ে গেলো। এখন তুমি তিন বছরে পা দিয়েছো। আজ তোমার দুই বছর দুই দিন। তোমার জন্মের পর প্রতিটা দিনের হিসাব আমি রেখেছি। তোমার প্রথম উঠে বসা, হামাগুড়ি দেওয়া, একাএকা দাঁড়ানো, হাঁটা, কথা বলা ইত্যাদি সব আমি নিখুঁত ভাবে খেয়াল করেছি। এখন তুমি অনেক কথা শিখে গেছো। মোটামোটি সব কথাই বলতে পারো। যেমন, আপেল খাবো, বাইরে যাবো, পানি দাও, ঘুমাবো না, বাবার কাছে যাবো, পাউরুটি খাবো। একান্ত তোমার নিজের কিছু শব্দ আছে। যেমন- পাপ্পো অর্থ্যাত গল্প বলো। আবাবু, মানে ল্যাপটপে বাংলা রাইমস ছেড়ে দাও। ননন্না যাবো, মানে রোজার কাছে যাবে। এখন তোমার শেখা দরকার বাসার ঠিকানা এবং আমার মোবাইল নম্বর। আশা করি আগামী ২/৩ মাসের মধ্যে তুমি বাসার ঠিকানা ও মোবাইল নম্বর শিখে যাবে।
প্রিয় কন্যা ফারাজা-
প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে তোমাকে বাইরে নিয়ে যাই। এই সময়টুকু আমার খুব ভালো লাগে। দিনের মধ্যে এটাই আমার সেরা সময়। আশে পাশের সব এলাকায় তোমার ঘুরে বেড়ানো শেষ। এমনকি মার্কেট, শপিংমল বা রেস্টুরেন্ট কিচ্ছু বাদ নেই। আশেপাশের লোকজন পর্যন্ত তোমাকে চিনে গেছে। তাঁরা তোমাকে ভালোবাসে। একদিন তোমাকে না দেখলেই আমাকে জিজ্ঞেস করে ফারাজা কই? তোমার মা তোমাকে গান শিখিয়েছে- ''প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা''। তোমার মুড ভালো থাকলে ভুলভাল উচ্চারণে ও সুরে তুমি এই গান গাইতে থাকো। সমস্ত বাচ্চাদের মতোন তোমারও মোবাইল খুব পছন্দ। গ্যালারী গিয়ে ছবি দেখো। আমার ফেসবুকে ঢুকে নিজের ছবিতে তুমি নিজেই লাইক দাও। সুরভি তোমার হাতে মোবাইল দেখলে, আমার সাথে রাগ করে।
প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
তুমি বড় হয়ে প্রতিদিন ব্যয়াম করবে, খবরের কাগজ পড়বে, টিভিতে দুটা টিভি চ্যানেলের নিউজ শুনবে, প্রচুর বই পড়বে, ভ্রমন করবে, বুদ্ধিমান মানুষদের সাথে মিশবে, পৃথিবীর সেরা মুভি গুলো দেখবে, লেখালেখি করবে অর্থ্যাত ব্লগিং করবে, পুষ্টিকর খাবার খাবে, স্যোসাল মিডিয়া গুলোতে সময় কম দেবে, জীবনে সৎ থাকবে, পরিশ্রমী হবে। এক কথায় নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নিজের স্কিল বাড়াতে হবে, বিজ্ঞান ও টেকনোলোজি সম্পর্কে সঠিক ধারনা রাখতে হবে, মানুষের জীবনে সসবচেয়ে বড় সম্পদ হচ্ছে 'জ্ঞান'। জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে বুঝতে হবে সত্যিকারের ধনী ও ভালো মানুষ, তাঁরাই যাদের প্রচুর অর্থের চেয়ে প্রাচুর্যপূর্ণ হৃদয় রয়েছে। মনে রাখবে, সুন্দর করে কথা বলা, সুন্দর করে লেখা এটা নির্ভর করে অভ্যাসের উপর।
প্রিয় কন্যা আমার-
তুমি পিঠ নীচু না করলে কেউ তোমার পিঠে চড়তে পারবে না। বই পড়ে তুমি সাঁতার শিখতে পারবে না, সাইকেল চালানো শিখতে পারবে না। সাঁতার শেখার জন্য তোমাকে পানিতে নামতে হবে। টাকা পয়সার লেনদেনে স্বচ্ছ থাকতে হবে। সময়কে অবহেলা করা যাবে না। এবং এই সমজের কাউকে বিশ্বাস করবে না। হোক সে সাধু বা মসজিদের ইমাম। লাক্স সাবানের প্যাকেটের গায়ে দেখবে গোলাপ ফুলের ছবি দেওয়া আছে। অথচ লাক্স সাবান কিন্তু গোপাল ফুল দিয়ে বানানো হয় না। আবার দেখবে ফেয়ার এন্ড লাভলী ক্রিমের প্যাকেটের ছবিতে, একটা কালো মেয়ে ফেয়ার অ্যান্ড লাভলী ব্যবহার করে ফরসা হয়ে যাচ্ছে। এটাও মিথ্যা। যদি সত্যি ফরসা হওয়া যেতো তালে দুনিয়াতে কোনো কালো মানুষ থাকতো না। হরলিক্স খেলেই তুমি শক্তিশালী হয়ে যাবে না। চারিদিকে সবাই সবাই প্রতারনা করছে। ভালো করে দেখো, বুঝো। মাথা খাটাও। অভাব মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়।
প্রিয় কন্যা ফারাজা-
একজন মানুষের মূল্য সে এখন যেমন আছে তার মধ্যে নয়, বরং নিজেকে কীভাবে তৈরি করতে পারে তার মধ্যে নিহিত। ফারাজা, তুমি ধর্ম নিয়ে হাউকাউ করবে না। তোমার ধর্ম তোমার মধ্যেই রাখবে। কারো সাথে আলচনার কিছু নেই। তবে আমি বলব, 'মানবতা' ধর্মের আগে আসে। প্রকৃত শিক্ষা প্রাপ্ত হলেই একমাত্র মানুষের পক্ষে উদার তথা যুক্তিবাদী হওয়া সম্ভব। ফারাজা, তুমি বড় হতে হতে- পৃথিবী প্রযুক্তিতে আরও অনেক এগিয়ে যাবে। কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাপক হারে বেড়ে যাবে। প্রযুক্তি বিদ্যায় পারদর্শীরাই আগামীতে কর্মসংস্থানে এগিয়ে থাকবে একথা নিঃসন্দেহে বলা যায়। যাইহোক, আজ লেখা এখানেই শেষ করছি। এ বছরটাই আমি তোমাকে নিয়ে লিখব। এরপর আর লেখার প্রয়োজন নেই। সামনের বছর তুমি চারে পা দিবে। স্কুলে ভরতি হবে। আমি জানি, তুমি হবে নান্দনিক, দার্শনিক এবং প্রাসঙ্গিক।

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



